Harmanpreet Kaur

টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৫ মাস পরে পুরস্কারমূল্য পেলেন হরমনপ্রীতরা

২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপে হরমনপ্রীত কৌরের নেতৃত্বে প্রথম বার ফাইনালে উঠেছিল ভারত।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ জুন ২০২১ ১২:৩০
Share:

মহিলা ক্রিকেট দল। ফাইল ছবি

ইংল্যান্ডে যাওয়ার আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপে রানার্স হওয়ার পুরস্কার মূল্য পেয়ে গিয়েছেন ভারতীয় মহিলা দলের ক্রিকেটাররা। জানা গিয়েছে, আট-ন’দিন আগেই তাঁদের অ্যাকাউন্টে জমা পড়ে গিয়েছে টাকা। শুধু তাই নয়, এ বছর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে খেলা সিরিজের টাকাও জমা পড়েছে।

Advertisement

২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপে হরমনপ্রীত কৌরের নেতৃত্বে প্রথম বার ফাইনালে উঠেছিল ভারত। কিন্তু অস্ট্রেলিয়ার কাছে হেরে যায়। সেই দলে ছিলেন ১৫ জন ক্রিকেটার। হিসেব অনুযায়ী প্রত্যেকের ২৬ হাজার ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১৯ লক্ষ টাকা) পাওয়ার কথা। বোর্ডের এক কর্তা বলেছেন, “গত মাসে বোর্ডের তরফে প্রতি ক্রিকেটারকে হিসেবের খতিয়ান পাঠাতে বলা হয়েছিল। সেটা ওরা পাঠানোর এক-দু’দিনের মধ্যে আমরা টাকা মিটিয়ে দিয়েছি।”

উল্লেখ্য, গত মাসে ইংল্যান্ডের এক সংবাদপত্রের প্রতিবেদনে বিতর্ক তৈরি হয়েছিল। ওই সংবাদপত্রে দাবি করা হয়েছিল, টি-টোয়েন্টি বিশ্বকাপের এক বছর কেটে গেলেও ভারতীয় মহিলা ক্রিকেটাররা টাকা পাননি। তারপরেই টনক নড়ে বোর্ডকর্তাদের। দ্রুত টাকা মেটাতে উদ্যোগী হন তাঁরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement