mary kom

কুস্তিগিরদের নিয়ে প্রশ্ন উঠতেই চুপ, দু’মাসের মধ্যে বক্সিং রিংয়ে ফিরতে চান মেরি কম

এক সপ্তাহেরও বেশি সময় ধরে দিল্লির যন্তর মন্তরে ধর্নায় বসেছেন কুস্তিগিররা। জাতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজ ভূষণ শরন সিংহের গ্রেফতারের দাবি করছেন তাঁরা। সেই ধর্না নিয়ে চুপ থাকলেন মেরি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ মে ২০২৩ ১৩:৫৩
Share:

গত বছর কমনওয়েলথ গেমসের পরে অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্টে চোট পেয়েছিলেন মেরি। ছবি: পিটিআই

এক সপ্তাহেরও বেশি সময় ধরে দিল্লির যন্তর মন্তরে ধর্নায় বসেছেন কুস্তিগিররা। জাতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজ ভূষণ শরন সিংহের গ্রেফতারের দাবি করছেন তাঁরা। ইতিমধ্যেই ব্রিজ ভূষণের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। কলকাতায় এসে এক অনুষ্ঠানে সেই নিয়ে প্রশ্ন করতেই চুপ মেরি কম। বক্সিংয়ে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন কোনও কথাই বললেন না।

Advertisement

অনুষ্ঠানের শুরুতেই কুস্তিগিরদের প্রতিবাদ নিয়ে প্রশ্ন করতে বারণ করা হয়েছিল। কিন্তু মেরির মতো ক্রীড়াবিদকে সামনে পেয়ে প্রশ্নটা ওঠেই। তখনই মুখ গম্ভীর করে মেরির জবাব, “একটা বিশেষ কারণে কলকাতায় এসেছি। সেটা নিয়েই কথা বলতে চাই। দিল্লি ফিরে গেলে এই বিষয়ে আলোচনা করব। তখন না হয় কথা বলা যাবে।” প্রসঙ্গত, মেরি রাজ্যসভার প্রাক্তন সাংসদ।

গত বছর কমনওয়েলথ গেমসের পরে অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্টে চোট পেয়েছিলেন মেরি। এখনও সেই চোট সারেনি। মেরি অবশ্য আত্মবিশ্বাসী। বলেছেন, “চোট এখন অনেক ভাল জায়গায় রয়েছে। ভাল করে হাঁটতে এবং দৌড়তে পারছি। তবে শক্ত মাটিতে নয়। সম্প্রতি ট্রেডমিলে দৌড় শুরু করেছি। আশা করি এক মাসের মধ্যে পুরোপুরি ফিট হয়ে যাব। দু’মাসের মধ্যে রিংয়ে ফেরাই আমার লক্ষ্য।”

Advertisement

রবিবার কলকাতায় পিসি চন্দ্র গ্রুপের একটি অনুষ্ঠানে শহরে এসেছিলেন মেরি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement