আবার সোনা জয় মেরি কমের। ছবি: এএফপি
ছয় বারের বিশ্বচ্যাম্পিয়ন ভারতের মহিলা বক্সার মেরি কমের দখলে এবার ২৩তম প্রেসিডেন্ট কাপ। রবিবার ইন্দোনেশিয়াতে অস্ট্রেলিয়ার এপ্রিল ফ্র্যাঙ্ককে একপেশে ভাবে ৫-০ ব্যবধানে হারিয়ে ৫১ কেজি বিভাগে জিতলেন তিনি। টুইটারে সেই কথা জানালেন মেরি নিজেই। তিনি লেখেন, ‘নিজের জন্য ও দেশের জন্য আবার একটা সোনা প্রেসিডেন্ট কাপে। জয় মানে তুমি অন্যের থেকে বেশি পরিশ্রম করছ। আমি আমার সব কোচ এবং সাপোর্ট স্টাফদের ধন্যবাদ জানাচ্ছি।’
সেই পোস্টে মনিপুরের মেরি কম ট্যাগ করেন ভারতের ক্রীড়া মন্ত্রী কিরেন রিজিজুকে। সঙ্গে সঙ্গেই সেই পোস্ট রিটুইট করে মেরি কমকে অভিনন্দন জানান রিজিজু। এই বছরের মে মাসে ওপেন বক্সিং প্রতিযোগিতায় সোনা জেতেন মেরি কম। তার পর এশিয়ান চ্যাম্পিয়নশিপে নামেননি তিনি। ২০২০ সালের টোকিও অলিম্পিক্সের কথা ভেবে তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন।
গত বছর দিল্লিতে ষষ্ঠ বারের জন্য বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। রাশিয়াতে ২০২০ অলিম্পিক্সের জন্য যোগ্যতা অর্জনের লড়াইয়ে নামবেন তিনি। এই বছরের ৭ সেপ্টেম্বর শুরু হবে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ ২০১৯।
আরও পড়ুন: কলকাতাকে লাল-হলুদে রাঙিয়ে, সেই কুমারটুলি থেকে শুরু হল ইস্টবেঙ্গলের শতবর্ষ উদযাপন