Anthony Martial

মার্শিয়ালের হ্যাটট্রিক, দুরন্ত জয় সালাহদের

ম্যাচের সাত মিনিটে প্রথম গোল করেন মার্শিয়াল। দ্বিতীয় গোল ৪৪ মিনিটে। হ্যাটট্রিক সম্পূর্ণ করেন ৭৪ মিনিটে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৫ জুন ২০২০ ০৪:০৩
Share:

নায়ক: হ্যাটট্রিকের উল্লাস মার্শিয়ালের। বুধবার। রয়টার্স

অপ্রতিরোধ্য অ্যান্টনি মার্শিয়াল। গত বছরের ৩০ সেপ্টেম্বর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রথম একাদশের হয়ে শেষ বার মাঠে নেমেছিলেন পল পোগবা। বুধবার তাঁর প্রথম দলে প্রত্যাবর্তনের ম্যাচে হ্যাটট্রিক করে নায়ক অবশ্য মার্শিয়াল। সেই সঙ্গে স্পর্শ করলেন রবিন ফান পার্সির নজিরও। ২০১৩ সালে ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার বিরুদ্ধে ম্যান ইউয়ের জার্সিতে শেষ বার হ্যাটট্রিক করেছিলেন ডাচ স্ট্রাইকার। বুধবার দর্শকশূন্য ওল্ড ট্র্যাফোর্ডে শেফিল্ড ইউনাইটেডের বিরুদ্ধে সাত বছর পরে ফান পার্সির কীর্তি ছুঁলেন মার্শিয়াল।

Advertisement

ম্যাচের সাত মিনিটে প্রথম গোল করেন মার্শিয়াল। দ্বিতীয় গোল ৪৪ মিনিটে। হ্যাটট্রিক সম্পূর্ণ করেন ৭৪ মিনিটে। শেফিল্ডকে হারিয়ে ৩১ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে চেলসির চাপ বাড়াল লিগ টেবলে পঞ্চম স্থানে থাকা ম্যান ইউ। এক ম্যাচ কম খেলে ৫১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে এখন চেলসি।

ম্যান ইউয়ের প্রাক্তন ম্যানেজার জোসে মোরিনহোও মঙ্গলবার রাতে হাসিমুখে মাঠ ছেড়েছেন। ঘরের মাঠে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ২-০ হারায় টটেনহ্যাম হটস্পার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement