Marcus Joseph

Mohammedan Sporting: মহমেডানে সই করতে পারেন মার্কাস জোসেফ

কেরলের এই দলটির হয়ে আইলিগ ও ডুরান্ড কাপ মিলিয়ে ৩০ ম্যাচে ২৫ টি গোল রয়েছে তাঁর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুলাই ২০২১ ১৬:৩৫
Share:

মার্কাস জোসেফ ফাইল চিত্র

কলকাতা লিগের আগেই মার্কাস জোসেফকে সই করাতে পারে মহমেডান স্পোর্টিং। গত মরসুমের আই লিগ চ্যাম্পিয়ন গোকুলাম কেরালা এফসি-র হয়ে খেলেছেন ত্রিনিদাদ ও টোবাগোর এই ফুটবলার। এর আগে ডুরান্ড কাপেও দারুণ খেলেছিলেন তিনি। সেবার মোহনবাগানকে হারিয়ে ডুরান্ড কাপ জিতেছিল গোকুলাম।

Advertisement

কেরলের এই দলটির হয়ে আই লিগ ও ডুরান্ড কাপ মিলিয়ে ৩০ ম্যাচে ২৫টি গোল রয়েছে তাঁর। পাঁচটি অ্যাসিস্টও করেছেন তিনি। দেশের হয়ে কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগে ১২টি ম্যাচ খেলেছেন তিনি।

শুধু স্ট্রাইকার নয়, দলের প্রয়োজনে লেফ্ট উইঙ্গার বা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও খেলতে পারেন তিনি। তাঁর খেলা ভাল লেগেছে রুশ প্রশিক্ষক আন্দ্রে ক্রেনসোভেরও। সূত্রের খবর, তাঁকে সই করাতে আগ্রহী বিনিয়োগকারী সংস্থার কর্তারাও। সব কিছু ঠিক থাকলে কলকাতা লিগে মাঠে দেখা যেতে পারে মার্কাসকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement