IPL

ওয়াংখেড়েতেই আইপিএলের ম্যাচ, শর্ত সাপেক্ষে ছাড়পত্র দিল মহারাষ্ট্র প্রশাসন

শুক্রবার রাত ৮টা থেকে সোমবার সন্ধ্যা ৭টা পর্যন্ত মহারাষ্ট্র জুড়ে লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২১ ১৭:৪৮
Share:

ওয়াংখেড়ে স্টেডিয়াম ফাইল চিত্র

করোনার বাড়বাড়ন্তের মধ্যেও ওয়াংখেড়ে স্টেডিয়ামেই আইপিএলের ম্যাচ অনুষ্ঠিত হবে বলে জানিয়ে দিলেন মহারাষ্ট্রের সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী নবাব মালিক। তবে আয়োজক ও ক্রিকেটারদের কড়া ভাবে সতর্কতা অবলম্বন করে চলতে হবে বলেও জানিয়েছেন তিনি।

Advertisement

শুক্রবার রাত ৮টা থেকে সোমবার সন্ধ্যা ৭টা পর্যন্ত মহারাষ্ট্র জুড়ে লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার। নবাব বলেন, ‘‘ম্যাচ করার অনুমতি দেওয়া হয়েছে এবং সমস্ত বিধিনিষেধ মানতে নির্দেশ দেওয়া হয়েছে। মাঠের মধ্যে দর্শক থাকবে না। ক্রিকেটারদের আলাদা থাকার ব্যবস্থা করতে হবে। এই নির্দেশ পালনের শর্তেই আমরা মুম্বইয়ে আইপিএল খেলার ছাড়পত্র দিয়েছি।’’

এরপর তিনি আরও বলেন, ‘‘আমরা বিসিসিআইয়ের কাছে অনুরোধ করেছি সমস্ত ক্রিকেটারকে ভ্যাকসিন দিয়ে দেওয়ার জন্য।’’ বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানান, ‘‘আইপিএলের সবটাই সূচি মেনেই হবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement