প্রয়াত দিয়েগো মারাদোনা। ফাইল ছবি
দিয়েগো মারাদোনার মৃত্যুর জন্য দায়ী চিকিৎসায় গাফিলতিই। জানিয়ে দিল তদন্তকারী দল। জানা গিয়েছে, মারাদোনার দায়িত্বে থাকা চিকিৎসক দল ছিল ‘অনুপযুক্ত, কমজোরি এবং বেপরোয়া’।
গত নভেম্বর মারাদোনার মৃত্যু হওয়ার পর থেকেই তার আসল কারণ জানতে তদন্ত শুরু হয়। একে অপরের দিকে আঙুল তুলে দোষারোপ এবং পাল্টা দোষারোপের পালা শুরু হয়। বাধ্য হয়ে ঘটনার তদন্ত শুরু করা হয়। সেই রিপোর্ট সংবাদ সংস্থার কাছে এসেছে। সেখানে সরাসরি মারাদোনার চিকিৎসক দলকেই দায়ী করা হয়েছে।
তদন্তকারী দল আরও জানিয়েছেন, ২৫ নভেম্বর মৃত্যুর ১২ ঘণ্টা আগে মারাদোনা গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। সেই সময় নাকি আকার-ইঙ্গিতে কিছু বলার বা দৃষ্টি আকর্ষণ করার চেষ্টাও করেছিলেন। কিন্তু ঘরে কেউ না থাকায় তা দেখতে পাওয়া যায়নি।