আইসিসি-র উত্তরের অপেক্ষায় কোহলী, উইলিয়ামসনরা। ফাইল ছবি
কী হতে পারে যদি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ড্র হয়, টাই হয় বা বৃষ্টিতে ধুয়ে যায়? কী নিয়ম চালু হবে তখন? এই গোটা বিষয়টি নিয়েই আইসিসি-র নির্দেশের অপেক্ষা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। জানা গিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যেই ম্যাচের পরিস্থিতি অনুযায়ী কী সিদ্ধান্ত নেওয়া হতে পারে, সে ব্যাপারে বিস্তারিত জানাবে আইসিসি।
টেস্ট ম্যাচে ড্র হওয়া খুবই স্বাভাবিক ব্যাপার। কিছু ক্ষেত্রে ম্যাচ টাইও হয়েছে। ইংল্যান্ডে ওই সময়ে যে আবহাওয়া থাকবে, তাতে পুরোপুরি বৃষ্টিতে ধুয়ে যাওয়াও অস্বাভাবিক নয়। এসব ক্ষেত্রে কি দুটি দলকেই যুগ্ম বিজয়ী ঘোষণা করা হবে? পুরো ব্যাপারটাই রয়েছে আইসিসি-র কোর্টে।
বোর্ডের এক কর্তা সংবাদ সংস্থাকে বলেছেন, “এটা কোনও দ্বিপাক্ষিক সিরিজ নয়, আইসিসি-র প্রতিযোগিতা। তাই যে কোনও সিদ্ধান্ত ওদেরই নিতে হবে। তিনটি পরিস্থিতি নিয়েই আমাদের মাথা ব্যথা। আমরা যতদূর জানি, শীঘ্রই আইসিসি এ ব্যাপারে দু’দলকে বিস্তারিত জানাবে। তবে কোনও নির্দিষ্ট তারিখের কথা এখনই বলা যাচ্ছে না।”
ইংল্যান্ডে পা দিয়েই সোজা সাদাম্পটনে চলে যাবে ভারতীয় দল। সেখানে তখন ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের টেস্ট চলবে। ইংল্যান্ডের পর আইসিসি-র কাছে নিভৃতবাস শিথিল করার আবেদন জানানো হবে।