সেই মুহূর্ত। ফাইনালে বিজয়ী ঘোষিত হচ্ছেন মঞ্জু রানি। ছবি টুইটার থেকে নেওয়া।
ছ’বারের বিশ্ব চ্যাম্পিয়ন মেরি কম পারলেন না। পারলেন মঞ্জু রানি। বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলেন তিনি। একইসঙ্গে গড়লেন ইতিহাস। ১৮ বছর পর, প্রথম মহিলা বক্সার হিসেবে এই প্রতিযোগিতায় অভিষেকেই ফাইনালে উঠলেন মঞ্জু।
শনিবার ৪৮ কেজি বিভাগের সেমিফাইনালে তাইল্যান্ডের চুথামাত রকসাতকে ৪-১-এ হারালেন তিনি। মঞ্জু আদতে হরিয়ানার বক্সার। কিন্তু নিজের রাজ্যের প্রতিনিধিত্ব করতে পারেননি। তাই পঞ্জাবের হয়ে জাতীয় চ্যাম্পিয়নশিপে নেমেছিলেন। এবং তাতে সাফল্য পান। সেরা হন। এই বছরেই তিনি যোগ দিয়েছিলেন জাতীয় শিবিরে।
সেমিফাইনালে মঞ্জুর বিপক্ষে যিনি ছিলেন, সেই রকসাত এর আগে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পেয়েছিলেন। কিন্তু এ দিন কার্যত তাঁকে দাঁড়াতেই দেননি মঞ্জু। বছরের গোড়ায় থাইল্যান্ড ওপেনে মঞ্জুকে হারিয়ে দিয়েছিলেন রকসাত। তার প্রতিশোধও নিলেন তিনি। এবং নিশ্চিত করলেন রুপো।
আরও পড়ুন: বিশ্ব চ্যাম্পিয়নশিপ সেমিফাইনালে হার, সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ উগরে দিলেন মেরি কম
আরও পড়ুন: গ্রেটদের এই রেকর্ডগুলো থেকে ঠিক কতটা দূরে কিং কোহালি