মনিকা এবং শরথ। ফাইল ছবি
টেবল টেনিসে ভারতের জয়জয়কার চলছেই। শনিবার আরও একটি অলিম্পিক্স টিকিট এল ভারতের দখলে। টোকিয়ো অলিম্পিক্সের মিক্সড ডাবলসে যোগ্যতা অর্জন করলেন মনিকা বাত্রা এবং শরথ কমল। দু’জনে আগেই সিঙ্গলসে টোকিয়োর টিকিট পেয়ে গিয়েছেন।
শনিবার দোহায় এশিয়ান কোয়ালিফায়ার্সে বিশ্বের পাঁচ নম্বর জুটি কোরিয়ার সাংসু লি এবং জিহি জিয়নকে ৪-২ (৮-১১, ৬-১১, ১১-৫, ১১-৬, ১৩-১১, ১১-৮) গেমে হারিয়েছেন মনিকা-শরথ। যে ভাবে প্রত্যাবর্তন করেছে এই জুটি, তা অবাক করেছে প্রত্যেককেই। প্রথম দুটি গেম হেরে গেলেও পরের গেমগুলিতে দারুণ ভাবে ফিরে আসেন।
প্রথম দুটি গেমে কার্যত দাঁড়াতেই পারেনি এই জুটি। কিন্তু তৃতীয় গেমে তাঁরা খেলা ঘোরান। একটানা ছ’টি পয়েন্ট জেতেন। ওখানেই গেম হাতে আসে। চতুর্থ গেমেও দাপট ছিল তাঁদের। একমাত্র পঞ্চম গেমে তাঁদের কিছুটা চাপে পড়তে দেখা যায়। কিন্তু সেখানেও লড়াই করে গেম পকেটে পুরে ফেলেন তাঁরা।