All England Open

সেমিফাইনালে হার সিন্ধুর, অল ইংল্যান্ড ওপেন থেকে বিদায় নিল ভারত

সিন্ধু শেষের দিকে কিছুটা চেষ্টা করেছিলেন। আগ্রাসী ভাবে খেলার চেষ্টা করছিলেন। কিন্তু চচুওয়াং অপ্রতিরোধ্য হয়ে উঠেছিলেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ মার্চ ২০২১ ১৮:২৫
Share:

বিদায় নিলেন পি ভি সিন্ধু —ফাইল চিত্র

অল ইংল্যান্ড ওপেনের সেমিফাইনালে তাইল্যান্ডের পর্নপাই চচুওয়াংয়ের বিরুদ্ধে হেরে বিদায় নিলেন পি ভি সিন্ধু। ২১-১৭, ২১-৯ ব্যবধানে হারলেন ভারতের ব্যাডমিন্টন তারকা। তাঁর বিদায়ের সঙ্গে সঙ্গেই এই প্রতিযোগিতা থেকে ভারতের বিদায়ও ঘটে গেল।

Advertisement

শুক্রবার জাপানের আকানে ইয়ামাগুচিকে কোয়ার্টার ফাইনালে হারানোর পর সিন্ধুকে ঘিরে আশা তৈরি হয়েছিল সমর্থকদের। তাঁর থেকে ক্রমতালিকায় ৪ ধাপ নীচে থাকা চচুওয়াংয়ের বিরুদ্ধে এই ফল আশাহত করেছে সমর্থকদের। প্রথম সেটে কিছুটা লড়াই করলেও দ্বিতীয় সেটে সিন্ধুকে প্রায় দাঁড়াতেই দিলেন না চচুওয়াং।

সিন্ধু শেষের দিকে কিছুটা চেষ্টা করেছিলেন। আগ্রাসী ভাবে খেলার চেষ্টা করছিলেন। কিন্তু চচুওয়াং অপ্রতিরোধ্য হয়ে উঠেছিলেন। ফাইনালে পৌঁছে গেলেন তিনি। সেখানে তাঁর বিরুদ্ধে খেলবেন জাপানের নজমি ওকুহারা এবং তাইল্যান্ডের রাতচানক ইন্তাননের মধ্যে যিনি জয়ী হবেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement