Mancester City

করোনা আক্রান্ত আগুয়েরো, সমস্যায় ম্যাঞ্চেস্টার সিটি

নিজেকে নিভৃতবাসে রেখেছেন তিনি। পরীক্ষা করলে জানা যায় তিনি নিজেও করোনা আক্রান্ত।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২১ ১৭:৩৬
Share:

ম্যাঞ্চেস্টার সিটির হয়ে আগুয়েরো। ছবি: টুইটার থেকে

ইংলিশ প্রিমিয়ার লিগে ফের করোনা সংক্রমণ। বৃহস্পতিবার আর্জেন্টিনার তারকা ফুটবলার সের্জিয়ো আগুয়েরো জানিয়েছেন তিনি একজন করোনা আক্রান্তের সংস্পর্শে এসেছিলেন। নিজেকে নিভৃতবাসে রেখেছেন তিনি। পরীক্ষা করলে জানা যায় তিনি নিজেও করোনা আক্রান্ত।

Advertisement

৩২ বছরের আগুয়েরো টুইট করে লেখেন, “একজন করোনা সংক্রমিতের সংস্পর্শে এসেছিলাম। কিছু লক্ষণ ছিল, পরীক্ষা করলে রিপোর্ট পজিটিভ আসে।” ম্যাঞ্চেস্টার সিটির স্ট্রাইকার এই মুহূর্তে নিভৃতবাসে রয়েছেন। সিটির ১১ জন করোনা আক্রান্ত হয়েছেন এই সপ্তাহের মধ্যে।

লিগে টানা ৯ ম্যাচে জয় পেয়েছে সিটি। ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে ২ নম্বরে তারা। শীর্ষে থাকা ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের থেকে ১ ম্যাচ কম খেলে ২ পয়েন্ট পিছিয়ে রয়েছে সিটি। আগামীকাল এফএ কাপের ম্যাচে সিটির মুখোমুখি হবে চেলতেনহ্যাম।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement