দুরন্ত ছন্দে প্রণয়। ফাইল ছবি।
মালয়েশিয়া ওপেনে দুরন্ত ছন্দে ভারতের ব্যাডমিন্টন খেলোয়াড়রা। বিশ্বের চার নম্বর চাইনিজ তাইপের চোউ তিয়েন চেনকে হারিয়ে শেষ আটে পৌঁছে গেলেন এইচ এস প্রণয়। প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন পিভি সিন্ধুও।
চোউকে এক রকম উড়িয়েই দিলেন প্রণয়। ভারতীয় শাটলারের সামনে কোনও প্রতিরোধই গড়তে পারলেন না বিশ্বের চার নম্বর। প্রণয় জিতলেন ২১-১৫, ২১-৭ গেমে। মাত্র ৩০ মিনিটেই জয় ছিনিয়ে নেন প্রণয়। বিশ্বের ২১ নম্বর প্রণয় কোয়ার্টার ফাইনালে খেলবেন বিশ্বের সাত নম্বর ইন্দোনেশিয়ার জোনাথন ক্রিস্টির বিরুদ্ধে।
প্রথম গেমে এক সময় ১-৪ ব্যবধানে পিছিয়ে ছিলেন প্রণয়। সেই অবস্থা থেকেই খেলার রাশ ধরে নেন তিনি। ১২-৮ ব্যবধানে প্রণয় এগিয়ে যাওয়ার পর আর ম্যাচে ফিরতে পারেননি চেন। দ্বিতীয় গেমে এক রকম আত্মসমর্পণ করেন বিশ্বের চার নম্বর শাটলার। ১৭ মিনিটে প্রথম গেম জেতার পর দ্বিতীয় গেম জিততে প্রণয় সময় নেন মাত্র ১৩ মিনিট।
প্রণয় সহজেই অঘটন ঘটালেও কিছুটা লড়াই করে জিততে হল সিন্ধুকে। বিশ্বের সপ্তম বাছাই ভারতীয় প্রথম গেম হেরে যান তাইল্যান্ডের তরুণ তুর্কি ফিত্তায়াপর্ন চাইওয়ানের কাছে। পরের দু’টি গেম অবশ্য প্রত্যাশা মতোই জিতে নেন দু’বারের অলিম্পিক্স পদক জয়ী। শেয পর্যন্ত ৫৭ মিনিটের লড়াইয়ে সিন্ধু জেতেন ১৯-২১, ২১-৯, ২১-১৪ ব্যবধানে। কোয়ার্টার ফাইনালে সিন্ধুর প্রতিপক্ষ চাইনিজ তাইপের তাই জু ইং। তাঁর বিরুদ্ধে ২০টি ম্যাচ খেলে ১৫ বারই হেরেছেন সিন্ধু। শেষ পাঁচটি সাক্ষাতেই হারতে হয়েছে ভারতীয় শাটলারকে।
প্রণয়, সিন্ধু মালয়েশিয়া ওপেনের শেয আটে পৌঁছলেও হেরে গেলেন পারুপল্লি কাশ্যপ। বিশ্বের দশ নম্বর তাইল্যান্ডের কুনলাভাট ভিটসার্নের কাছে তিনি হারলেন ১৯-২১, ১০-২১ ব্যবধানে। প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করে নিলেন ভারতের ডাবলস জুটি সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি। সাত্ত্বিকের পায়ের পেশিতে চোট লাগায় কোর্টে নামতে পারেননি তাঁরা।