শেষ পর্যন্ত ক্রিজে থেকে ওয়েলিংটনে ভারতকে জেতান কোহালি।
সুপার ওভারের সঙ্গে নিউজিল্যান্ডের বন্ধুত্ব আর হলই না। হ্যামিল্টনের পরে ওয়েলিংটনেও সুপার ওভারে হারল কিউয়িরা। পরিসংখ্যান অনুযায়ী, আটটি সুপার ওভারের মধ্যে সাতটিতেই হারল নিউজিল্যান্ড।
সুপার ওভারে কিউয়িরা বারবার হেরে গেলেও বিরাট কোহালির ভারত এই সফরের আগে নামেইনি সুপার ওভারে। স্যর রিচার্ড হ্যাডলির দেশে খেলতে গিয়ে টানা দুটো ম্যাচে সুপার ওভার খেলল ভারত। আর দুটো ম্যাচই জিতে নিল টিম ইন্ডিয়া। কোহালি বলছেন, ‘‘আমরা এর আগে সুপার ওভার খেলিনি। দুটো ম্যাচ এখানে খেললাম। দুটো ম্যাচই জিতলাম। আমাদের এই জয় দলের চরিত্রটাই তুলে ধরছে।’’
হ্যামিল্টনের সুপার ওভারে রোহিত শর্মা ও লোকেশ রাহুল ওপেন করেছিলেন। সিরিজ আগেই জিতে নেওয়ায় ‘হিটম্যান’কে এ দিন বিশ্রাম দেওয়া হয়েছিল। সুপার ওভারে নিউজিল্যান্ডের রান তাড়া করার জন্য লোকেশ রাহুলের সঙ্গে ওপেন করতে নামেন কোহালি। যদিও রাহুলের পরামর্শেই সিদ্ধান্ত বদলান ভারত অধিনায়ক।
আরও পড়ুন: ফের টাই, ফের সুপার ওভার, ওয়েলিংটনে রুদ্ধশ্বাস জয়, সিরিজে ৪-০ এগিয়ে কোহালিরা
অভিজ্ঞতার জন্য কোহালিকে ওপেন করতে বলেছিলেন রাহুল। তাঁর পরামর্শেই সঞ্জুকে ওপেন করতে না পাঠিয়ে কোহালি নিজে যান ওপেন করতে। কোহালি বলেন, ‘‘প্রথমে ভেবেছিলাম লোকেশ রাহুলের সঙ্গে ওপেন করবে সঞ্জু স্যামসন। কিন্তু ড্রেসিং রুমে রাহুলই আমাকে বলল, অভিজ্ঞতার জন্য তোমারই ওপেন করতে নামা উচিত। রাহুলের কথায় সঞ্জুকে না পাঠিয়ে আমি ওপেন করতে যাই।’’
সুপার ওভারে নিউজিল্যান্ড করেছিল ১৩ রান। সেই রান তাড়া করতে নেমে প্রথম দু’ বলে ছক্কা-চার মেরে ১০ রান নেন রাহুল। তৃতীয় বলে আউট হয়ে যান তিনি। বাকি কাজটা সারেন কোহালি। ম্যাচের শেষে ভারত অধিনায়ক বলছিলেন, ‘‘রাহুলের দুটো শট দারুণ ছিল। এই জয় থেকে আমি নতুন শিক্ষা পেলাম। প্রতিপক্ষ যখন ভাল খেলছে, তখন ম্যাচের শেষ পর্যন্ত মাথা ঠান্ডা রাখতে হয়। চেষ্টা করতে হয় ম্যাচে ফেরার।’’
আরও পড়ুন: রিলে থ্রোয়ে উইকেট ভাঙলেন বিরাট, সাবাশ বলছে সোশ্যাল মিডিয়া