উইম্বলডন ফাইনালের দুই প্রতিপক্ষ। (বাঁ দিকে) নোভাক জোকোভিচ ও কার্লোস আলকারাজ়। ছবি: এক্স।
জোকোভিচকে হারিয়ে শেষ পর্যন্ত ট্রফি উঠছে আলকারাজ়ের হাতেই।
দশম গেমে জোকোভিচ ব্রেক। একাদশতম গেমে সার্ভিস ধরে রাখলেন তিনি।
নবম গেমে ব্রেক করে দিলেন আলকারাজ়। এগিয়ে গেলেন ৫-৪ গেমে। আর এক গেম দূরে ট্রফি জেতা থেকে।
তৃতীয় সেটের ষষ্ঠ গেমও ১১ মিনিটে গড়াল। জোকোভিচ সুযোগ পেয়েছিলেন আলকারাজ়ের সার্ভিস ভাঙার। কিন্তু পারেননি। সার্ভিস ধরে রেখে সেট ৩-৩ করেন আলকারাজ়।
আলকারাজ়ও নিজের সার্ভিস ধরে রাখেন। ফলে খেলা চলছে ২-২ গেমে।
তৃতীয় গেমে আবার নিজের সার্ভিস ধরে রাখলেন জোকোভিচ। আলকারাড় সার্ভিস ভাঙার সুযোগ পেয়েছিলেন। কিন্তু লড়াই করেন জোকার। সার্ভিস ধরে রেখে ২-১ এগিয়ে যান তিনি।
আলকারাজ়ের সার্ভিস ভাঙার সুযোগ পেয়েছিলেন জোকোভিচ। কিন্তু পারলেন না তিনি। ১-১ করলেন আলকারাজ়।
আগের দুই সেটে প্রথম গেমে নিজের সার্ভিস খুইয়েছিলেন জোকোভিচ। তৃতীয় সেটে তা হল না। নিজের সার্ভিস ধরে রেখে ১-০ গেমে এগোলেন তিনি।
নিজের সার্ভিস ধরে রেখে ৬-২ গেমে দ্বিতীয় সেটও জিতে গেলেন আলকারাজ়।
অচেনা জোকোভিচ। বার বার নেটে যাচ্ছেন। সেখানে গিয়ে ভুল করছেন। তার ফায়দা তুলছেন আলকারাজ়। আরও এক বার জোকোভিচের সার্ভিস ভাঙলেন তিনি। দ্বিতীয় সেটে ৫-২ গেমে এগিয়ে আলকারাজ়।
আলকারাজ়ের সার্ভিস কোনও ভাবেই ভাঙতে পারছেন না জোকোভিচ। নিজের সার্ভিস ধরে রেখে ৪-২ গেমে এগিয়ে স্পেনের খেলোয়াড়।
পঞ্চম গেমে নিজের সার্ভিস ধরে রাখলেন জোকোভিচ। তবে এখনও ২-৩ গেমে পিছিয়ে তিনি।
ছন্দে খেলছেন আলকারাজ়। যে ভাবে বেস লাইন থেকে ড্রপ শট খেলছেন তা অবাক করছে। জোকোভিচও হাততালি দিতে বাধ্য হন। নিজের সার্ভিস ধরে রেখে ৩-১ এগিয়ে গেলেন আলকারাজ়।
তৃতীয় গেমেও পিছিয়ে পড়েছিলেন জোকোভিচ। কিন্তু নিজের সার্ভিস ধরে রাখেন তিনি। ড্রপ শট মেরে জেতেন গেম। কিন্তু এখনও ১-২ গেমে পিছিয়ে রয়েছেন তিনি।
দ্বিতীয় গেমে দু’বার ডাবল ফল্ট করে চাপে পড়ে গিয়েছিলেন আলকারাজ়। কিন্তু তার পরেও গেম জিতলেন তিনি। জোকোভিচ বার বার ভুল করছেন। তাঁর পরিকল্পনা বোঝা যাচ্ছে না। সাধারণত তিনি যে সব শট খেলেন না, সেগুলোই খেলার চেষ্টা করছেন। তাতে সমস্যা বাড়ছে জোকোভিচের।
প্রথম সেটের রিপ্লে দ্বিতীয় সেটের শুরুতেও। জোকোভিচের সার্ভিস ভেঙে দিলেন আলকারাজ়। তবে প্রথম সেটের মতো দ্বিতীয় সেটে অতটা সময় নেননি তিনি। দু’টি ব্রেক পয়েন্ট পান। তার মধ্য একটি কাজে লাগান তিনি।
অষ্টম গেমে নিজের সার্ভিস ধরে রেখে প্রথম সেট নিজের নামে করলেন আলকারাজ়। ৪১ মিনিটের প্রথম সেট তিনি জিতলেন ৬-২ গেমে।
লড়াই ছাড়েননি জোকোভিচ। সপ্তম গেমে নিজের সার্ভিস ধরে রেখেছেন তিনি। পিছিয়ে রয়েছেন ২-৫ গেমে।