lionel messi

বিরাট শাস্তি মেসির, ১২ ম্যাচ নির্বাসিত হতে পারেন বার্সা তারকা

Advertisement

সংবাদ সংস্থা

বার্সেলোনা শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২১ ১০:৪৬
Share:

আচরণের জন্য ১২ ম্যাচ নির্বাসন হতে পারে আর্জেন্টিনা তারকার। ছবি: টুইটার থেকে

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে হারই নয়, আরও বড় সমস্যায় পড়তে পারে বার্সেলোনা। ফাইনালে শেষ মুহূর্তে লাল কার্ড দেখেছিলেন লিয়োনেল মেসি। এই কার্ডের ফলে আগামী ১২ ম্যাচে নির্বাসিত হতে পারেন তিনি।

Advertisement

রবিবার স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ২-৩ গোলে বিলবাওয়ের কাছে হেরে যায় বার্সেলোনা। সেই ম্যাচে একদম শেষ মুহূর্তে বিলবাওয়ের এসিয়ার ভিলালিবারের মাথায় মারেন মেসি। বার্সেলোনার হয়ে ৭৫৩ ম্যাচে প্রথমবার লাল কার্ড দেখেন তিনি। ম্যাচ রিপোর্টে রেফারি লেখেন, বল না থাকা সত্ত্বেও বিপক্ষের ফুটবলারকে ‘অত্যাধিক জোরে’ মারেন মেসি। তাঁর আচরণের জন্য ১২ ম্যাচ নির্বাসন হতে পারে আর্জেন্টিনা তারকার।

ঘটনা বিচার করে স্পেনের ফুটবল সংস্থা সিদ্ধান্ত নেবে। ১২ ম্যাচ নির্বাসন হলে লা লিগা এবং কোপা ডেল রে-তে বিপদে পড়বে বার্সেলোনা।

Advertisement

সুপার কাপের ফাইনালে হার মেনে নিতে পারছিলেন না মেসি। বিরক্ত হয়েই এমন একটি ঘটনা ঘটিয়ে ফেলেছেন বলে মনে করা হচ্ছে। মরসুম শেষে বার্সেলোনাতে মেসি থাকবেন কি না সেই নিয়েও রয়েছে ধোঁয়াশা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement