Lionel Messi

Lionel Messi: চ্যাম্পিয়ন্স লিগ জেতানোই পাখির চোখ কিংবদন্তির

ছোটবেলার ক্লাব বার্সেলোনা ছাড়ার কথা বলতে গিয়ে সাংবাদিক সম্মেলনে কেঁদে ফেলেছিলেন মেসি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১২ অগস্ট ২০২১ ০৮:২৬
Share:

ছবি রয়টার্স।

নতুন ক্লাবে পা রেখেই পরবর্তী লক্ষ্য স্পষ্ট করলেন লিয়োনেল মেসি। বুঝিয়ে দিলেন, নিজের সেরাটা দিয়ে প্যারিস সাঁ জারমাঁকে প্রথম বার চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে চান।

Advertisement

পিএসজির প্রথম সাংবাদিক সম্মেলনে কিংবদন্তি মেসির কথা, ‘‘আমার স্বপ্ন আর একবার চ্যাম্পিয়ন্স লিগ জেতা। বলতে পারেন, এই জন্যই এখানে এসেছি। পিএসজি খুবই উচ্চাকাঙ্ক্ষী ক্লাব। সব কিছুর জন্যই এরা লড়াই করতে তৈরি।’’ মেসি অবশ্য বুঝতে পারছেন না কবে প্রথম নতুন ক্লাবের হয়ে নামতে পারবেন, ‘‘ছুটি কাটিয়ে এসেছি। কোপা আমেরিকার পরে এক মাস মাঠের বাইরে। নিজেকে তৈরি করতে কিছুটা প্রাক মরসুম প্রস্তুতির দরকার। তবু আশা করি, নতুন ক্লাবের হয়ে তাড়াতাড়িই নামব। কিন্তু দিনক্ষণ বলতে পারছি না। এটা কোচেদের ব্যাপার।’’

ছোটবেলার ক্লাব বার্সেলোনা ছাড়ার কথা বলতে গিয়ে সাংবাদিক সম্মেলনে কেঁদে ফেলেছিলেন মেসি। এখন কিন্তু তাঁর দাবি, নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্যও তিনি পুরোপুরি তৈরি। বলেছেন, ‘‘আমি চিরকালই বার্সা আর তার সমর্থকদের কাছে কৃতজ্ঞ থাকব। ওখানে খুব ছোটবেলায় খেলতে যাই। স্পেনে একইসঙ্গে ভাল ও খারাপ সময় কাটিয়েছি।’’ যোগ করেন, ‘‘বার্সার ভক্তেরা জানত, আমি ভাল কোনও ক্লাবেই খেলব। বিশেষ করে এমন কোনও ক্লাবে, যারা চ্যাম্পিয়ন্স লিগ জেতার চেষ্টা করছে। আসলে ওরা জানে, আমি জিততে ভালবাসি। এখানেও সেটা ধরে রাখতে চাই।’’

Advertisement

মেসিকে দেখতে এ দিন ক্লাবের সামনে হাজার হাজার মানুষ হাজির হয়েছিলেন। গত কাল বিমানবন্দরেও মেসিকে দেখতে ভিড় জমিয়েছিলেন তাঁর ভক্তেরা। বার্সেলোনায় যখন ধরা পড়ছে হতাশার ছবি, প্যারিসে উন্মাদনা। ভক্তদের দেখে হাতও নাড়েন মেসি। নতুন ক্লাব প্রসঙ্গে তাঁর আরও কথা, ‘‘পিএসজির অভীষ্ট নিয়ে কোনও সংশয় নেই। ওরাও জিততে চায়। সঙ্গে আরও বড় ক্লাব হয়ে ওঠাটা স্বপ্ন। তবে চ্যাম্পিয়ন্স লিগে বার্সার বিরুদ্ধে খেললেও ভাল লাগবে। বিশেষ করে ওদের দর্শকদের সামনে। একই সঙ্গে অন্য ক্লাবের জার্সি পরে ক্যাম্প ন্যুতে খেলতে নামাটাও বেশ অদ্ভুত আমার কাছে। কিন্তু কিছু করার নেই। ফুটবলে এ রকম হতেই পারে।’’

মেসি ধন্যবাদ জানিয়েছেন, নতুন ক্লাবের প্রেসিডেন্টকেও। বার্সেলোনা ছেড়ে আসাটা খুব কঠিন ছিল স্বীকার করেও জানাচ্ছেন, নতুন ক্লাবের জার্সিতে মাঠে নেমে পড়তে তিনি উন্মুখ। মেসি এ দিন নেমার প্রসঙ্গে বলেছেন, পিএসজিকে বেছে নেওয়ার পিছনে ব্রাজিলীয় তারকাও একটা কারণ। তিনি অবশ্য আর্জেন্টিনীয় বন্ধুদের কথাও বলতে ভোলেননি। আর এমবাপে প্রসঙ্গে মন্তব্য, ‘‘ভাবতেই পারছি না প্রতিদিন ওর সঙ্গে খেলব, বা অনুশীলন করব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement