Cricket Association Of Bengal

Laxmi Ratan Shukla: মাঠের লক্ষ্মী ফের কড়া, এখন ছোটদের চুল কাটাচ্ছেন

বাংলার অনূর্ধ্ব-২৩ দলের দায়িত্ব নিয়ে কাজ শুরু করে দিলেন লক্ষীরতন শুক্ল। কড়া হাতে দলের শৃঙ্খলা রক্ষা করতে চাইছেন তিনি। প্রথম দিনেই দিলেন তিনটি নির্দেশ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ জুলাই ২০২১ ১৬:৪৫
Share:

বাংলার অনূর্ধ্ব-২৩ দলের শিবিরে লক্ষী সিএবি

বাংলার অনূর্ধ্ব-২৩ দলের দায়িত্ব নিয়ে কাজ শুরু করে দিলেন লক্ষীরতন শুক্ল। সোমবার শিবিরে আসা ৬০ জন তরুণ ক্রিকেটারকে নেটমাধ্যম থেকে দূরে থাকার নির্দেশ দিলেন তিনি। কড়া হাতে দলের শৃঙ্খলা রক্ষা করতে চাইছেন লক্ষী। প্রথম দিনেই তিনি দিলেন তিনটি নির্দেশ।

Advertisement

লক্ষী বলেন, ‘‘আমি ছেলেদের বলেছি নেটমাধ্যমে কিছু পোস্ট না করতে। দলে শৃঙ্খলা মেনে চলাটা খুব জরুরি। যে সমস্ত ক্রিকেটারের চুল বড় রয়েছে তাদের সেই চুল কাটাতে বলেছি। আর দলের মধ্যে একাত্মবোধ বাড়াতে সবাইকে বাংলা শিখতে বলেছি।’’

লক্ষ্মী ছাড়াও শিবিরে ছিলেন বোলিং প্রশিক্ষক শিব শঙ্কর পাল। কন্ডিশনিং প্রশিক্ষক সাবির আলি। এ ছাড়াও ছিলেন বাংলা সিনিয়র দলের নির্বাচক কমিটির চেয়ারম্যান শুভময় দাসও।

Advertisement

দলের সদস্যদের সঙ্গে লক্ষী সিএবি

লক্ষী আরও বলেন, ‘‘বাংলার সিনিয়র দলের জন্য নতুন ক্রিকেটার তুলে আনতে গেলে অনূর্ধ্ব-২৩ দলের উন্নতি করা জরুরি। আমি চাই বিভিন্ন জেলা থেকে ছেলে, মেয়েরা উঠে আসুক। ক্লাব ক্রিকেট আর জেলার ক্রিকেটকে সিএবি খুবই গুরুত্ব দিচ্ছে।’’

ঠিক প্রশিক্ষক হিসেবে নয়, বরং তরুণ ক্রিকেটারদের পথপ্রদর্শক হতে চান লক্ষী। তিনি বলেন, ‘‘আমি প্রশিক্ষক নই, পথ প্রদর্শক বা সহায়ক। আমি চাই ক্রিকেটাররা এখান থেকে বাংলা দলে সুযোগ পাক আর জায়গা করে নিক জাতীয় দলে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement