Lakshya Sen

Lakshya Sen: অল ইংল্যান্ডে রুপো জয়, ব্যাডমিন্টনে আর কী কী সাফল্য রয়েছে লক্ষ্য সেনের

ভারতের ব্যাডমিন্টন খেলোয়াড় লক্ষ্য সেন এমন এক কীর্তি অর্জন করে ফেললেন, যা ভারতের মাত্র দু’জন পুরুষ খেলোয়াড় এর আগে করতে পেরেছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ মার্চ ২০২২ ২২:৫২
Share:

লক্ষ্যের সাফল্য কী কী ফাইল ছবি

নামের পাশে নেই এশিয়াড বা কমনওয়েলথ গেমসের পদক। অলিম্পিক্সে এখনও তিনি খেলেননি। কিন্তু ভারতের ব্যাডমিন্টন খেলোয়াড় লক্ষ্য সেন এমন এক কীর্তি অর্জন করে ফেললেন, যা ভারতের মাত্র দু’জন পুরুষ খেলোয়াড় এর আগে করতে পেরেছেন। অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপে রুপো পেলেন তিনি। ১৯৮০ সালে প্রথম বার অল ইংল্যান্ডে সোনা জিতে ইতিহাস তৈরি করেছিলেন প্রকাশ পাড়ুকোন। তার ঠিক ২১ বছর পর ভারতের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে কীর্তি অর্জন করেন পুল্লেলা গোপীচন্দ। আবার পদকপ্রাপ্তি হল সেই ২১ বছর পরেই। এ বার খেলোয়াড়ের নাম লক্ষ্য সেন।

Advertisement

ভারতের ব্যাডমিন্টন সার্কিটে লক্ষ্য খুব একটা পরিচিত নাম নন। বছর তিন-চারেক তাঁর নাম শোনা যাচ্ছে। উঠতি খেলোয়াড় হয়েও এক সময় ধারাবাহিকতা দেখাতে পারেননি। কিন্তু ২০২২ বছরটা সম্ভবত তাঁর কাছে স্বপ্নের বছর হতে চলেছে।

গ্রাফিক: সনৎ সিংহ

ঘরোয়া প্রতিযোগিতায় সাফল্য রয়েছে। আন্তর্জাতিক মঞ্চে লক্ষ্যের প্রথম সাফল্য ২০১৬-য়। এশিয়ান জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পান তিনি। তবে লক্ষ্যের পদকপ্রাপ্তির বিচারে এখনও পর্যন্ত সেরা বছর ২০১৮। এশিয়ান জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপেই সোনা জিতে নেন। এ ছাড়া বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পান। আর্জেন্টিনার বুয়েনোস আইরেসে যুব অলিম্পিক্সে জোড়া পদক। সিঙ্গলসে রুপো পাওয়ার পাশাপাশি দলগত ইভেন্টে সোনা জিতে নেন তিনি। পরের বছর বিডব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুরের অন্তর্গত ডাচ ওপেন এবং সারলরলাক্স ওপেন জিতে নেন।

Advertisement

২০২০-তে এশিয়ান টিম চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পান তিনি। পরের বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপেও ব্রোঞ্জ জেতেন। এ বছর কিছু দিন আগেই ইন্ডিয়া ওপেন জিতেছেন। অল ইংল্যান্ডে যাওয়ার আগে জার্মান ওপেনে দুর্দান্ত খেলে ফাইনালে উঠেছিলেন। এ বার সাফল্য এল অল ইংল্যান্ডেও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement