barcelona

Lionel Messi: মেসি-হীন বার্সেলোনা জয় দিয়েই শুরু করল এ বারের লা লিগা

বার্সেলোনার আক্রমণ ভাগে ছিলেন গ্রিজম্যান, মেমফিস এবং ব্রেথওয়েট।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২১ ০২:১০
Share:

মেসি-হীন বার্সেলোনা। —ফাইল চিত্র

লিয়োনেল মেসি-হীন বার্সেলোনা। লা লিগা-তে প্রথম ম্যাচ জিততে যদিও কোনও সমস্যা হল না তাদের। রিয়াল সোসিদাদের বিরুদ্ধে ৪-২ গোলে জেতেন জেরার্ড পিকেরা।

১৯ মিনিটের মাথায় গোল করেন পিকে। বার্সেলোনার আক্রমণ ভাগে ছিলেন ফ্রান্সের আঁতোয়া গ্রিজম্যান, এই মরশুমে দলে আসা নেদারল্যান্ডসের মেমফিস এবং ডেনমার্কের মার্টিন ব্রেথওয়েট। খেলার শুরুতেই গোল করার সুযোগ পেয়ে গিয়েছিলেন গ্রিজম্যান। তবে বারে মারেন তিনি। বার্সার হয়ে ১০০ তম ম্যাচ খেলতে নেমে গোল পেলেন না গ্রিজম্যান।

Advertisement
আরও পড়ুন:

দুটি গোল করেন ব্রেথওয়েট। ছবি: টুইটার থেকে

আরও পড়ুন:

দুটি গোল করেন ব্রেথওয়েট। ৮০ মিনিট অবধি ৩-০ গোলে এগিয়ে ছিল বার্সেলোনা। খেলার শেষ মুহূর্তে সোসিদাদের হয়ে দুটি গোল শোধ করেন জুলেন লোবেতে এবং মিকেল ওয়ার্জাবাল। তবে হঠাৎ তৈরি হয়েয়া চাপ হালকা করে দেন সের্জি রোবের্তো। ৯১ মিনিটে বার্সেলোনার হয়ে গোল করেন তিনি। খেলার ফল দাঁড়ায় ৪-২। লা লিগার প্রথম ম্যাচ জিতেই শুরু করল বার্সা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement