জুটি: পিএসজির অনুশীলনে ফুরফুরে নেমার ও এমবাপে। ছবি: এএফপি।
কিলিয়ান এমবাপে চান নেমার দা সিলভা স্যান্টোস জুনিয়র আসন্ন মরসুমেও প্যারিস সাঁ জারমাঁয় খেলুন। ফুটবল মহলে এখনও জোর জল্পনা চলছে, ব্রাজিলীয় তারকা তাঁর পুরনো ক্লাব বার্সেলোনায় ফিরে যাবেন। এমবাপে জানিয়েছেন, তিনি চান নেমার বার্সায় থাকুন এবং সেটা তাঁকে সরাসরিই বলেছেন।
স্পেনের এক সংবাদপত্রকে এমবাপে বলেছেন, নেমারের পিএসজি ছাড়ার সম্ভাবনা সংক্রান্ত যা যা ঘটছে তার সব খবর তিনি রাখেন। ফরাসি তারকার কথায়, ‘‘নেমার সম্পর্কে এখন সবাই সব কিছু জানে। জানি আমিও। তবে এটুকু বলতে পারি যে, দলের সঙ্গে ও এখন দারুণ অনুশীলন করছে।’’ তিনি সঙ্গে আরও যোগ করেছেন, ‘‘আমি চাই ও আমাদের সঙ্গে থাকুক। সেটা ওকেও বলেছি। ও নিজেও জানে যে আমি ওর সব খবর রাখি। সম্মান এবং সততা নিয়ে ওর সঙ্গে কথা বলেছি। ওকে অত্যন্ত শ্রদ্ধা করি। আমি ওর ভক্ত।’’
ব্রাজিলে রি-হ্যাব করে সম্পূর্ণ সুস্থ হয়ে পিএসজিতে অনুশীলন শুরু করছেন নেমার। তাঁর একাগ্রতার প্রশংসা করেছেন দলের ম্যানেজার থোমাস টুহেল। বলেছেন, ‘‘ওকে যতটা সম্ভব দেখে যাচ্ছি। দারুণ ট্রেনিং করছে। আমি না বললেও চলে যে, ও একজন অসাধারণ ফুটবলার। তাই ট্রেনিংয়ে ওকে দারুণ খেলতে দেখার মধ্যে বিস্ময়ের কিছু নেই। ও আমাদের সঙ্গে আছে। প্রথম ম্যাচ থেকেই ওকে খেলাতে চাই।’’ পিএসজি শনিবার খেলবে ফরাসি সুপার কাপ ফাইনাল রেনের বিরুদ্ধে। এই ম্যাচে হয়তো বোঝা যাবে, কোপা আমেরিকার অনুশীলনের সময় চোট পাওয়া নেমার এই মুহূর্তে কতটা সুস্থ অবস্থায় আছেন বা ম্যাচ খেলার জন্য আদৌ তৈরি হয়েছেন কি না।
এ দিকে, পাওলো দিবালার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে যোগ দেওয়া অনেকটাই নিশ্চিত। জুভেন্তাসে তাঁর সতীর্থ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো স্বয়ং তাঁকে ম্যান ইউয়ে চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন। সঙ্গে এও বলেছেন যে, প্রিমিয়ার লিগে খেললে আর্জেন্টাইন তারকা নিশ্চিত ভাবে একজন ‘চ্যাম্পিয়ন’ হয়ে উঠবেন। জুভেন্তাসে ফুটবলারদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবালা সতীর্থদের কাছে জানতে চান, তাঁর ম্যান ইউয়ে চলে যাওয়া ঠিক হবে কি না। গ্রুপেই রোনাল্ডো তাঁকে সমর্থন করেন এবং আগাম শুভেচ্ছা জানান। সঙ্গে লেখেন, ‘‘ওখানে তুমি একজন চ্যাম্পিয়ন হয়ে উঠবে।’’
আর্জেন্টাইন তারকার সঙ্গে জুভেন্তাসের চার বছরের চুক্তি শেষ হয়ে গিয়েছে। জাতীয় দলে লিয়োনেল মেসির সতীর্থকে পেতে ঝাঁপিয়েছেন ম্যান ইউ ম্যানেজার ওয়ে গুন্নার সোলসার। দিবালা নিজেও প্রিমিয়ার লিগে খেলতে রাজি বলে খবর।