EPL

পুরনো দলের বিরুদ্ধে নায়ক ওয়াকার

১-০ জিতলেও ফুটবলারদের পারফরম্যান্সে খুশি ম্যান সিটি ম্যানেজার। ম্যাচের পরে পেপ বলেছেন, ‘‘আমরা আজ সত্যিই খুব ভাল খেলেছি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২০ ০৫:১৩
Share:

নায়ক: শনিবার ইপিএলে বিস্ময় গোল ম্যান সিটির কাইল ওয়াকারের (একদম বাঁ দিকে শট নিচ্ছেন)। গেটি ইমেজেস

ইপিএল
শেফিল্ড ইউনাইটেড ০ • ১ ম্যান সিটি

Advertisement

বার্নলি ০ • ৩ চেলসি

গোল করেই ম্যাঞ্চেস্টার সিটির জার্সিতে শততম ম্যাচ স্মরণীয় করে রাখলেন কাইল ওয়াকার। ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির জার্সিতে প্রথম গোল করে নায়ক হাকিম জ়িয়াচ।

Advertisement

শনিবার শেফিল্ড ইউনাইটেডের বিরুদ্ধে সের্খিয়ো আগুয়েরো, গ্যাব্রিয়েল জেসুস, ফের্নান্দিনহো ও বাঁজামা মেন্দিকে বাদ দিয়েই প্রথম একাদশ গড়েছিলেন পেপ গুয়ার্দিওলা। তা সত্ত্বেও শেফিল্ডের বিরুদ্ধে ম্যাচের ৮ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ম্যান সিটি। কিন্তু পেনাল্টি বক্সের মধ্যে থেকে নেওয়া ফেরান তোরহেসের হেড গোলে ঢোকার আগে আটকে দেন শেফিল্ড ডিফেন্ডার। লক্ষ্যভ্রষ্ট হয় স্টার্লিংয়ের শটও। ২৮ মিনিটে কেভিন দ্য ব্রুইনের পাস থেকে ডান পায়ের শটে পুরনো দলের বিরুদ্ধে গোল করেন কাইল। ম্যাচের পরে তিনি বলেছেন, ‘‘আমার গোলে দল তিন পয়েন্ট অর্জন করায় দারুণ আনন্দ হচ্ছে।’’

১-০ জিতলেও ফুটবলারদের পারফরম্যান্সে খুশি ম্যান সিটি ম্যানেজার। ম্যাচের পরে পেপ বলেছেন, ‘‘আমরা আজ সত্যিই খুব ভাল খেলেছি। ওদের গোল লক্ষ্য করে ১৬টি শট আমরা মেরেছি। তার মধ্যে আটটি শটই নির্ভুল ছিল। যদিও মাত্র এক গোলে জিতেছি। কিন্তু তাতে একেবারেই হতাশ নই।’’ ফের ক্রীড়াসূচি নিয়ে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেছেন, ‘‘সাত দিনে তৃতীয় ম্যাচ খেলতে হল আমাদের। তা সত্ত্বেও ছেলেরা অসাধারণ খেলেছে।’’ গোলদাতা কাইলের প্রশংসা করে পেপ বলেছেন, ‘‘কাইল শুধু গোল করেছে বলেই আমি খুশি নই, পুরো ম্যাচটাই দুর্দান্ত খেলেছে ও।’’

অন্য ম্যাচে চেলসিও জয় পেয়েছে। বার্নলির বিরুদ্ধে ২৬ মিনিটে গোল করেন হাকিম। ৬৩ মিনিটে ২-০ করেন কার্ট জ়ৌমা। সাত মিনিট পরেই চেলসির হয়ে তৃতীয় গোল করেন টিমো ওয়ের্নার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement