Ranji Trophy

Ranji Trophy: কলকাতায় রঞ্জি ট্রফির ফাইনাল ১৬ মার্চ থেকে, ঘরোয়া ক্রিকেটের সূচি ঘোষিত

রঞ্জি শুরু হবে ১৩ জানুয়ারি থেকে। ফাইনাল-সহ নক-আউট পর্বের সব ম্যাচ হবে কলকাতায়। নক-আউট পর্ব শুরু হবে ২০ ফেব্রুয়ারি থেকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২১ ১৩:১২
Share:

ইডেন গার্ডেন্স ফাইল চিত্র

ঘরোয়া ক্রিকেটের বিস্তারিত সূচি জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। এ বারের রঞ্জি ফাইনাল হবে কলকাতায়। ১৬ মার্চ থেকে শুরু রঞ্জি ফাইনাল।

Advertisement

রঞ্জি শুরু হবে ১৩ জানুয়ারি থেকে। ম্যাচগুলি হবে কলকাতা, বেঙ্গালুরু, মুম্বই, আমদাবাদ, ত্রিবান্দ্রম এবং চেন্নাইতে। এর মধ্যে ফাইনাল-সহ নক-আউট পর্বের সব ম্যাচ হবে কলকাতায়। নক-আউট পর্ব শুরু হবে ২০ ফেব্রুয়ারি থেকে।

সৈয়দ মুস্তাক আলি ট্রফি দিয়ে ভারতের ঘরোয়া ক্রিকেট মরসুম শুরু হচ্ছে। এই ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা শুরু হবে ৪ নভেম্বর থেকে। দিল্লিতে ফাইনাল ২২ নভেম্বর। এই প্রতিযোগিতা হবে লক্ষ্ণৌ, গুয়াহাটি, বরোদা, দিল্লি, হরিয়ানা এবং বিজয়ওয়াড়ায়।

Advertisement

রঞ্জির আগে ৮ ডিসেম্বর থেকে হবে বিজয় হজারে ট্রফি। এই প্রতিযোগিতা কোথায় হবে, এখনও জানায়নি বোর্ড।

মহিলাদের একদিনের প্রতিযোগিতা শুরু হবে ৩১ অক্টোবর। ফাইনাল ২০ নভেম্বর বেঙ্গালুরুতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement