kolkata knight riders

KKR: পেসারের খোঁজে নাইটরা

অন্য দিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে সুযোগ পেয়ে উল্লসিত শ্রীলঙ্কার লেগস্পিনার-অলরাউন্ডার ওয়াহিন্দু হাসরঙ্গ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২১ ০৮:৩৯
Share:

ফাইল চিত্র।

আইপিএল-এর বাকি পর্বে খেলতে পারবেন না প্যাট কামিন্স। ব্যক্তিগত কারণেই সরে দাঁড়াচ্ছেন অভিজ্ঞ অস্ট্রেলীয় পেসার। তাঁর পরিবর্তে নতুন এক জন পেসারের খোঁজ চলছে কলকাতা নাইট রাইডার্স শিবিরে।

Advertisement

সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত ছন্দে থাকা ইংল্যান্ডের সাকিব মাহমুদের উপরে নজর রেখেছে কেকেআর। ৪৮টি টি-টোয়েন্টি ম্যাচে ৫৯ উইকেট পেয়েছেন সাকিব। পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ়ের সেরা হিসেবেও বেছে নেওয়া হয় তাঁকে। নাইট শিবির সূত্রে জানা গিয়েছে, তরুণ পেসারের বৈচিত্রে মুগ্ধ দলের অনেকেই। অধিনায়ক অইন মর্গ্যানেরও পছন্দের পেসার সাকিব। ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলে মর্গ্যানই তাঁকে খেলিয়েছেন।

অন্য দিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে সুযোগ পেয়ে উল্লসিত শ্রীলঙ্কার লেগস্পিনার-অলরাউন্ডার ওয়াহিন্দু হাসরঙ্গ। তিনি বলেছেন, ‘‘আমি খুব খুশি। আইপিএলে প্রথম বার খেলার সুযোগ পেয়ে নিজেকে উজাড় করে দেব।’’

Advertisement

তরুণ লেগস্পিনারকে দলে পেয়ে স্বস্তিতে আরসিবি-র ‘ডিরেক্টর অব ক্রিকেট’ ও কোচ মাইক হেসন। তাঁর কথায়, ‘‘আমাদের প্রতিভা অন্বেষণকারী দলই ওকে পছন্দ করেছে। লেগস্পিনার হিসেবেও হাসরঙ্গ যেমন সফল, হাতে বড় শটও রয়েছে।’’

সিঙ্গাপুরের টিম ডেভিডকে নিয়েও স্বপ্ন দেখতে শুরু করেছেন হেসন। তাঁর কথায়, ‘‘ডেভিডকে পাওয়ায় মাঝের সারির ব্যাটিং আরও শক্তিশালী হয়েছে। এবি ডিভিলিয়ার্স ও গ্লেন ম্যাক্সওয়েলকেও স্বস্তি দেবে ওর উপস্থিতি। ওদের মধ্যে কোনও এক জন একটি ম্যাচ না খেললে ডেভিডকে খেলানো যেতে পারে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement