এই জয় কাজে আসবে, আশাবাদী অধিনায়ক কোহালি

অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ওয়ান ডে  ম্যাচে হারাতে প্রধান ভূমিকা নিয়েছেন। কিন্তু ম্যাচের পরে নিজের কীর্তি নয়, বিরাট কোহালির মুখে শোনা গেল শুধু সতীর্থদের প্রশংসা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৯ ০৫:৩৯
Share:

ম্যাচের সেরা কোহালি

৪০তম ওয়ান ডে সেঞ্চুরি করেছেন।

Advertisement

অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে হারাতে প্রধান ভূমিকা নিয়েছেন। কিন্তু ম্যাচের পরে নিজের কীর্তি নয়, বিরাট কোহালির মুখে শোনা গেল শুধু সতীর্থদের প্রশংসা। কোহালি বলেন, ‘‘৪০তম সেঞ্চুরি করে ভাল লাগছে। তবে এটা শুধুই একটা সংখ্যা।’’

বিজয় শঙ্করকে শেষ ওভারে বল দেওয়া নিয়ে তাঁর বক্তব্য, ‘‘বিজয়কে আমি ৪৬তম ওভারে আনার কথা ভেবেছিলাম। তখন রোহিত এবং এমএস (ধোনি)-এর সঙ্গে কথা বলি। ওরা বলে শামি আর বুমরাই বোলিং চালিয়ে যাক। বিজয় একেবারে ঠিক জায়গায় বলটা রেখে গিয়েছে। সেটাই কাজে এসেছে। কখনও কখনও খারাপ পরিস্থিতিতে পড়া এবং সেটা সামলে জেতাটা জরুরি। বিশ্বকাপেও আমরা এ রকম পরিস্থিতির মুখে পড়তে পারি।’’

Advertisement

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরি
• ৯টি সচিন
• ৭টি কোহালি
• ৭টি রোহিত

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement