ইডেনেই সব হোম ম্যাচ খেলবে নাইট রাইডার্স

টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের পর এক সপ্তাহ যেতে না যেতেই ইডেনে নেমে পড়বে কেকেআর। আইপিএলে তাদের প্রথম ম্যাচ খেলতে। একই সঙ্গে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বিধানসভা নির্বাচন পড়ে যাওয়ায় অবশ্য ইডেনে নাইটদের সবক’টি হোম ম্যাচ করতে কোনও অসুবিধা হচ্ছে না। ভোটের তারিখ এড়িয়ে যে রকম ‘উইন্ডো’ বার করে দিয়েছিল সিএবি, তার মধ্যেই সাতটি হোম ম্যাচ হতে চলেছে। তবে সে জন্য তাদের টানা ছ’টি অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১১ মার্চ ২০১৬ ০৩:৪২
Share:

টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের পর এক সপ্তাহ যেতে না যেতেই ইডেনে নেমে পড়বে কেকেআর। আইপিএলে তাদের প্রথম ম্যাচ খেলতে। একই সঙ্গে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বিধানসভা নির্বাচন পড়ে যাওয়ায় অবশ্য ইডেনে নাইটদের সবক’টি হোম ম্যাচ করতে কোনও অসুবিধা হচ্ছে না। ভোটের তারিখ এড়িয়ে যে রকম ‘উইন্ডো’ বার করে দিয়েছিল সিএবি, তার মধ্যেই সাতটি হোম ম্যাচ হতে চলেছে। তবে সে জন্য তাদের টানা ছ’টি অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে।

Advertisement

বৃহস্পতিবার আইপিএলের সূচি প্রকাশ করা হল। দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলার পর ইডেনেই নাইটদের পরের ম্যাচ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। ইডেনেই, ১৩ এপ্রিল। এর পরেই যেহেতু কলকাতায় ভোটপর্ব শুরু হয়ে যাবে, তাই ওই সময় পরপর ছ’টি অ্যাওয়ে ম্যাচ খেলে নেবেন গৌতম গম্ভীররা। হায়দরাবাদ (১৬ এপ্রিল), মোহালি (১৯ এপ্রিল), পুণে (২৪ এপ্রিল), মুম্বই (২৮ এপ্রিল), নয়াদিল্লি (৩০ এপ্রিল) ও বেঙ্গালুরুতে (২ মে)।

এর পর শহরে ফিরে তাদের টানা চারটি হোম ম্যাচ খেলতে হবে যথাক্রমে কিঙ্গস ইলেভেন পঞ্জাব (৪ মে), গুজরাত লায়ন্স (৮ মে), রাইজিং পুনে সুপারজায়ান্টস (১৪ মে) ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (১৬ মে) বিরুদ্ধে। ইডেনে শেষ ম্যাচটি কেকেআর খেলবে ২২ মে সানরাইজার্সের বিরুদ্ধ। তার আগে গুজরাত লায়ন্সের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচটি কোথায় হবে, তা অবশ্য জানানো হয়নি। গুজরাত লায়ন্সের সবক’টি হোম ম্যাচ রাজকোটে হওয়ার কথা থাকলেও শেষ দু’টি হোম ম্যাচ তারা কোথায় খেলবে, তা এখনও ঠিক হয়নি।

Advertisement

এ বারের আইপিএলে আর এক নতুন দল রাইজিং পুনে সুপারজায়ান্টস তাদের অভিযান শুরু করছে ৯ এপ্রিল গত বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে, ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এটাই এ বার আইপিএলের উদ্বোধনী ম্যাচ। তাদের পরের ম্যাচগুলো এপ্রিলের ১৪, ১৭, ২২, ২৪, ২৬, ২৯ এবং মে-র ১, ৫, ৭, ১০, ১৪, ১৭ ও ২১-এ।

নক আউট পর্ব ২৪ মে থেকে শুরু হবে। ফাইনাল ওয়াংখেড়ে স্টেডিয়ামে, ২৯ মে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement