উৎসাহ: গ্যালারি থেকে এ ভাবেই দলকে উদ্বুদ্ধ করেন শাহরুখ। ফাইল চিত্র
পঞ্চান্নতম জন্মদিনের আগের রাতেই রাজস্থান রয়্যালসকে ৬০ রানে হারিয়ে প্লে-অফের আশা বাঁচিয়ে রেখেছে তাঁর দল কলকাতা নাইট রাইডার্স। এ বার শাহরুখ খানের জন্য বিশেষ এক ভিডিয়ো বার্তায় শুভেচ্ছাবার্তা জানালেন অইন মর্গ্যান, আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স থেকে শুরু করে কুলদীপ যাদব, শিবম মাভিরা। হলিউড অভিনেতা টম ক্রুজ়ের চেয়েও যে শাহরুখ বেশি আকর্ষণীয়, তা স্বীকার করে নিলেন নাইট অধিনায়ক মর্গ্যান। প্যাট কামিন্স জানিয়ে দিলেন, এসআরকে-কে দেখলে এখনও ২১ বছরের তরুণ মনে হয়।
ভিডিয়োর শুরুতেই একটি মজার ঘটনা তুলে ধরেন দীনেশ কার্তিক। তিনি বলেন, ‘‘বালি-তে ঘুরতে গিয়েছি। ওখানকার টুকটুক (অটোরিক্সা) ড্রাইভার আমাকে জিজ্ঞাসা করেন, আপনি ভারত থেকে এসেছেন? মানে শাহরুখ খান, প্রীতি জ়িন্টা, বীর-জ়ারার দেশ? তাঁর উত্তেজনা দেখে বুঝি, শাহরুখের জনপ্রিয়তা কতটা।’’ কার্তিক আরও বলেন, ‘‘শাহরুখের সঙ্গে আমার প্রথম দেখা কিন্তু কেকেআর-এ থাকার সময় নয়। তখন আমি দিল্লির হয়ে খেলতাম। প্রথম দেখাতেই উপলব্ধি করি,ও কত বড় মনের মানুষ।’’
নাইট অধিনায়ক অইন মর্গ্যানের সঙ্গে শাহরুখের প্রথম দেখা ২০১১ সালে। নাইট জার্সিতে অভিষেক হওয়ার আগের রাতে। শাহরুখের ব্যক্তিত্বে মুগ্ধ মর্গ্যান বলে দেন, ‘‘শাহরুখ সম্পর্কে অনেক সুখ্যাতি শুনে ভারতে আসি। শাহরুখ সম্পর্কে আমার ধারণা, ও ভারতের টম ক্রুজ়। এমনকি হলিউড অভিনেতার চেয়েও হয়তো কিছুটা বেশিই আকর্ষণীয় কিং খান।’’ অস্ট্রেলীয় পেসার প্যাট কামিন্স বলেই দিলেন, ‘‘তোমাকে দেখে এখনও মনে হয় ২১ বছরের তরুণ। শুভ ২১তম জন্মদিন এসআরকে।’’
আন্দ্রে রাসেল শুভেচ্ছা জানান অভিনব ভঙ্গিতে। বিখ্যাত সেই ‘ছম্মক ছল্লো’ গান গেয়ে তার সঙ্গে নেচেও দেখান রাসেল। বলেন, ‘‘শাহরুখ খুবই নম্র ও ভদ্র। ওর জনপ্রিয়তা ও ব্যক্তিত্ব অসাধারণ। এক বার পিছন থেকে আমাকে জড়িয়ে ধরেছিল শাহরুখ। এমনিতে খুব একটা আবেগপ্রবণ হই না। কিন্তু শাহরুখ ও ভাবে জড়িয়ে ধরার পরে আমারও অজান্তে মুখে হাসি ফুটে ওঠে।’’ প্রত্যেকের থেকে জানতে চাওয়া হয়, শাহরুখ অভিনীত পছন্দের সিনেমা কোনটি? প্যাট কামিন্স আগেই স্বীকার করে নেন, ‘‘আমি তোমার একটিও ফিল্ম দেখিনি। ক্ষমা করে দিয়ো এসআরকে। দ্রুতই তোমার সিনেমা দেখব।’’ কুলদীপ যাদব বলে ওঠেন, ‘‘আমার সব চেয়ে পছন্দের সিনেমা জোশ।’’ প্রসিদ্ধ কৃষ্ণের যদিও পছন্দ ‘ম্যাঁয় হুঁ না’। নতুন মুখ, বিস্ময় স্পিনার সিভি বরুণ বলে ওঠেন, ‘‘যে হেতু আমি চেন্নাইয়ের ছেলে, তাই চেন্নাই এক্সপ্রেস আমার সব চেয়ে পছন্দের।’’ এমনকি, নিউজ়িল্যান্ডের ফাস্ট বোলার লকি ফার্গুসনও বললেন, ‘‘আমার পছন্দের সিনেমা রা-ওয়ান।’’
তরুণ পেসার শিবম মাভির কথায়, ‘‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গের রাজ মলহোত্রের চরিত্রে অভিনয় করতে পারলে ভাল লাগত। কী অসাধারণ সিনেমা।’’ আজ, মঙ্গলবার গ্রুপ পর্বের শেষে যদি আইপিএল প্লে-অফে যেতে পারে কেকেআর, তাহলেই যে শাহরুখ খানের জন্য দলের তরফে সেরা উপহার দেওয়া হবে, সন্দেহ নেই।