Kiron Pollard

শেষ বলে ছক্কা হাঁকাবেন কিনা, নিশ্চিত ছিলেন না কায়রন পোলার্ড

শ্রীলঙ্কার বিরুদ্ধে আকিলা ধনঞ্জয়ের ওভারে ছয় বলে ৬টি ছয় মারেন ওয়েস্ট ইন্ডিজের কায়রন পোলার্ড

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২১ ১৮:৪৫
Share:

ছবি টুইটার

শ্রীলঙ্কার বিরুদ্ধে আকিলা ধনঞ্জয়ের ওভারে ছয় বলে ৬টি ছয় মারেন ওয়েস্ট ইন্ডিজের কায়রন পোলার্ড। কিন্তু তিনি নিজেই নিশ্চিত ছিলেন না, শেষ বলেও ছক্কা মারবেন কিনা।

Advertisement

ব্যাট করার সময় নিজের সঙ্গে নিজেই কথা বলছিলেন ওয়েস্ট ইন্ডিজের এই অল রাউন্ডার। এই অনন্য রেকর্ড ছুঁয়ে ম্যাচের নায়ক বলেন, ‘‘ষষ্ঠ বলের আগে কয়েকটি জিনিস আমার মাথায় আসছিল, ছয় মারতে যাব, নাকি ওভারে ৩০ রান নিয়েই সন্তুষ্ট থাকব। ধনঞ্জয় যখন আমার প্যাড লক্ষ্য করে বল করে তখন নিজেকে বলি, অপেক্ষা করো পলি, সুযোগটা নিয়েই নাও।’’

ওভারের শেষ বলে রাউন্ড দ্য উইকেট এসে বল করেন শ্রীলঙ্কান স্পিনার। পায়ের দিকে বল পড়তেই মিড উইকেট বরাবর তুলে দেন পোলার্ড। তিনি আরও বলেন, ‘‘এভাবেই আমি খেলি। বিশেষত স্পিনারদের বিরুদ্ধে। তৃতীয় ছয় মারার পরই আমার মনে হয়েছিল, আমি ৬ টা ছয় মারতে পারি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement