Kerala Blasters FC

কেরলের জয়ে কাঁটা হয়ে দাঁড়াল ক্রসবার

সুনীলদের অগ্নিপরীক্ষা: সপ্তম আইএসএলে টানা সাত ম্যাচে জয় অধরা বেঙ্গালুরু এফসি-র।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২১ ০৭:২২
Share:

মরিয়া: কেরলের হয়ে নজর কাড়লেন মারে। আইএসএল

আইএসএল

Advertisement

কেরল ব্লাস্টার্স ০ n জামশেদপুর ০

Advertisement

জামশেদপুর এফসি-র বিরুদ্ধে দুরন্ত খেলেও জয় অধরা কেরল ব্লাস্টার্সের। তিন বার ক্রসবারে ধাক্কা খেল বল!

বুধবার ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় তোলেন জর্ডান মারে-রা। ২৬ মিনিটে গ্যারি হুপারের শট বাঁচান জামশেদপুর গোলরক্ষক টি পি রেহনেশ। এর চার মিনিটের মধ্যেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল জামশেদপুর। কিন্তু অবিশ্বাস্য ভাবে গোল নষ্ট করেন নেরিউস ভাল্সকিস। ৩৫ মিনিটে হুপার গোল করলেও তা অফসাইডের কারণে বাতিল হয়। ৪১ মিনিটে হুপারের শট ক্রসবারে লেগে বেরিয়ে আসে। টিভি রিপ্লে-তে স্পষ্ট দেখা গিয়েছে, বল গোললাইনের ভিতরেই পড়েছিল। কিন্তু রেফারি ও লাইন্সম্যানের তা চোখ এড়িয়ে যায়। দু’মিনিট পরেই জর্ডানের হেড ধাক্কা খায় ক্রসবারে। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে লালথাথাঙ্গা খাওলরিংয়ের শটও ক্রসবারে লাগে।

জামশেদপুরের বিরুদ্ধে জিতলে বুধবারই ১৪ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠে আসত কেরল। ড্রয়ের ফলে ১৫ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে কিবু ভিকুনার দল। জামশেদপুরেরও ১৪ ম্যাচে ১৫ পয়েন্ট। গোল পার্থক্যে এগিয়ে থাকায় সপ্তম স্থানে রয়েছেন ভাল্সকিসরা।

সুনীলদের অগ্নিপরীক্ষা: সপ্তম আইএসএলে টানা সাত ম্যাচে জয় অধরা বেঙ্গালুরু এফসি-র। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবলের নবম স্থানে নেমে গিয়েছেন সুনীল ছেত্রীরা। প্লে-অফে খেলার আশা বাঁচিয়ে রাখতে হলে আজ, বৃহস্পতিবার হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে জিততেই হবে বেঙ্গালুরুকে। উদ্বিগ্ন কোচ নৌশাদ মুসা বলেছেন, ‘‘প্লে-অফে খেলার আশা আমরা ছাড়ছি না। তবে এই মুহূর্তে আগামী মরসুমের জন্য দলের তরুণ ফুটবলারদের তৈরি হওয়ার সময় দেওয়াই লক্ষ্য।’’ ১৩ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে লিগ টেবলের চতুর্থ স্থানে হায়দরাবাদ। প্লে-অফে খেলা নিশ্চিত করতে বেঙ্গালুরুকে হারাতে মরিয়া আরিদানে সান্তানা, লিস্টন কোলাসোরা। কোচ ম্যানুয়েল মার্কুয়েস বলেছেন, ‘‘বেঙ্গালুরু শক্তিশালী দল। আক্রমণের সময় যত বেশি সম্ভব আমাদের ফুটবলার ওদের পেনাল্টি বক্সে রাখাই লক্ষ্য।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement