কপিল দেব। ছবি: পিটিআই।
ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব বুকে ব্যথার সমস্যায় হাসপাতালে ভর্তি। ৬১ বছর বয়সি কপিলকে ‘অ্যাঞ্জিওপ্লাস্টি’ করা হয়। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে তিনি এখন সঙ্কটমুক্ত এবং ‘সুস্থতার পথে’। আগামী কয়েক দিনের মধ্যেই হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে।
দিল্লির সুন্দর নগর অঞ্চলে থাকেন কপিল। বৃহস্পতিবারই তাঁর বুকে ব্যথার সমস্যা হচ্ছিল। হাসপাতালের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, ‘‘কপিল দেবের মধ্যরাতেই করোনারি অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে।’’ সঙ্গে বিবৃতিতে আরও জানানো হয়েছে, ‘‘এখন তিনি আইসিইউ-তে আছেন। চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। তাঁর অবস্থা এখন স্থিতিশীল। কয়েক দিনের মধ্যেই তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে।’’ অ্যাঞ্জিওপ্লাস্টি এমন একটি প্রক্রিয়া যাতে ধমনীতে রক্ত সংবহন বন্ধ হয়ে গেলে তা মুক্ত করা হয় কৃত্রিম পদ্ধতিতে।
পরে কপিলের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বলা হয়, ‘‘সবাইকে ধন্যবাদ আপনাদের ভালবাসা এবং উদ্বেগের জন্য। আপনাদের শুভেচ্ছাবার্তায় আমি আপ্লুত। আমি সুস্থ হয়ে উঠছি।’’ কিংবদন্তি অলরাউন্ডারের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় তাঁর দ্রুত আরোগ্য কামনা করে বার্তা দেন প্রাক্তন ও বর্তমান ক্রিকেটারেরা। যার মধ্যে আছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহালি, সচিন তেন্ডুলকর ও ভিভ রিচার্ডস। কোহালির বার্তা, ‘‘প্রার্থনা করছি আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন পাজি।’’ সচিন তেন্ডুলকরের টুইট, ‘‘নিজের খেয়াল রাখুন। আপনার খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠার জন্য প্রার্থনা করছি পাজি।’’ ভিভের বার্তা, ‘‘বন্ধু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। তুিম এক জন চ্যাম্পিয়ন। আমরা প্রার্থনা করছি তোমার জন্য। শিঘ্রই দেখা হচ্ছে।’’ পাশাপাশি ভারতীয় ব্যাটসম্যান শিখর ধওয়ন এবং ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়ালও দ্রুত আরোগ্য কামনা করেন সোশ্যাল মিডিয়ায়। ভারতীয় বোর্ডের তরফে বলা হয়, ‘‘আশা করছি কপিল দেব খুব দ্রুত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পাবেন। দেশবাসী তাঁর সাহস এবং লড়াইয়ের কথা জানে।’’
আরও পড়ুন: ঘুরে দাঁড়াতে দলে একাধিক পরিবর্তন? দেখে নিন দিল্লির বিরুদ্ধে নাইটদের সম্ভাব্য একাদশ
কপিল দেবের প্রাক্তন সতীর্থ মদন লাল বলেছেন, ‘‘কপিল অসুস্থ বোধ করার কথা বলার পরে ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, যে চিকিৎসা করা হয়েছে তা সফল হয়েছে এবং কপিল দ্রুত বাড়ি ফিরে আসবে।’’ কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার কপিল ১৩১ টেস্ট এবং ২২৫টি ওয়ান ডে খেলেছেন। ভারতীয় বোর্ডের সচিব জয় শাহের টুইট, ‘‘আপনার লড়াই করার ক্ষমতার কথা সবাই জানে। আমরা জানি এই লড়াইটাও আপনি জিতবেন।’’
ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরে কিছু দিন গলফেও মন দিয়েছিলেন কপিল। তিনি এক মাত্র ক্রিকেটার যাঁর টেস্টে চারশোর উপরে উইকেট (৪৩৪) এবং পাঁচ হাজার রান করার কৃতিত্ব রয়েছে। তিনি ১৯৯৯ থেকে ২০০০ সাল পর্যন্ত ভারতীয় দলের কোচের দায়িত্বও সামলেছেন। কপিলের আর এক প্রাক্তন সতীর্থ কীর্তি আজ়াদের টুইট, ‘‘খুব বড় মনের মানুষ এবং আমাদের অধিনায়ক কপিল দেব শেষ পর্যন্ত লড়াই করার মানসিকতা রাখে। ও দ্রুত সুস্থ হয়ে উঠছে। ওর পক্ষে কিছুই অসম্ভব নয়।’’’ আর এক বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংহ বলেছেন, ‘‘প্রিয় পাজি, দয়া করে সুস্থ হয়ে উঠুন। ক্রিকেটের পরে আপনার কাছে গলফ শিখতে চাই।’’