Cricket

ভারত সফর থেকে ছিটকে গেলেন রাবাডা, আইপিএল-ভবিষ্যৎ নিয়েও উঠে গেল প্রশ্ন

অজিদের বিরুদ্ধে সিরিজে অবশ্য রাবাডাকে নিজের সেরা ছন্দে দেখা যায়নি। তিনটি ম্যাচে মোট ১১ ওভার হাত ঘুরিয়ে ১১৪ রান দেন রাবাডা। নেন মাত্র ২টি উইকেট।

Advertisement

সংবাদ সংস্থা

জোহানেসবার্গ শেষ আপডেট: ২৯ ফেব্রুয়ারি ২০২০ ২১:০৫
Share:

রাবাডার আইপিএল-ভবিষ্যৎ নিয়ে উঠে গেল প্রশ্ন। —নিজস্ব চিত্র।

কুঁচকির চোটের জন্য ভারত সফর থেকে ছিটকে গেলেন দক্ষিণ আফ্রিকার তারকা পেসার কাগিসো রাবাডা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজেও খেলতে পারবেন না তিনি।

Advertisement

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, অজিদের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ চলাকালীন চোট পেয়েছিলেন রাবাডা।

এই সিরিজে অবশ্য রাবাডাকে নিজের সেরা ছন্দে দেখা যায়নি। তিনটি ম্যাচে মোট ১১ ওভার হাত ঘুরিয়ে ১১৪ রান দেন রাবাডা। নেন মাত্র ২টি উইকেট। মাঠে ফিরতে ফিরতে চার সপ্তাহ লেগে যাবে রাবাডার। কুঁচকির এই চোটের জন্য দক্ষিণ আফ্রিকান তারকা পেসারের আইপিএল-ভবিষ্যৎ প্রশ্নের মুখে।

Advertisement

আরও পড়ুন: হতে পারতেন নায়ক, পার্শ্বচরিত্র হয়েই থেকে যেতে হল ক্রোমাকে

পুরোদস্তুর সুস্থ রাবাডাকে কি গোটা আইপিএল মরসুমে পাবে দিল্লি ক্যাপিটালস? এই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। ৩০ মার্চ দিল্লি ক্যাপিটালসের প্রথম ম্যাচ আইপিএল-এ। এমনও হতে পারে শুরুর দিকের কয়েকটি ম্যাচে দিল্লি হয়তো পাবে না রাবাডাকে।

আরও পড়ুন: ফের ব্যর্থ টপ অর্ডার, রঞ্জি সেমিফাইনালে অনুষ্টুপের সেঞ্চুরিতে স্বস্তি ফিরল বাংলায়

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement