Justin Langer

ভারত জয় প্রধান লক্ষ্য, ঘোষণা ল্যাঙ্গারের

বল বিকৃতি কেলেঙ্কারির ঝড়-ঝাপ্টা সামলে শুক্রবার অস্ট্রেলীয় দল ফের টেস্ট র্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এসেছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০২ মে ২০২০ ০৪:৩১
Share:

সতর্ক: দলকে নিখুঁত খেলার বার্তা ল্যাঙ্গারের। —ফাইল চিত্র।

টেস্ট ক্রিকেটে ফের শীর্ষস্থান দখল করার পরেও পুরোপুরি খুশি হতে পারছেন না অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার। তাঁর লক্ষ্য ভারতের মাটিতে বিরাট কোহালির দলকে হারানো। তা ছাড়া শীর্ষস্থান ধরে রাখার লড়াইয়ে তাঁদের বড় পরীক্ষার মুখে ফেলবে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে, বলে মনে করেন ল্যাঙ্গার।

Advertisement

বল বিকৃতি কেলেঙ্কারির ঝড়-ঝাপ্টা সামলে শুক্রবার অস্ট্রেলীয় দল ফের টেস্ট র্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এসেছে। তবে ল্যাঙ্গার জানেন পরিস্থিতি যে কোনও সময় বদলে যেতে পারে। ‘‘আমরা জানি র্যাঙ্কিংয়ে অবস্থান পাল্টে যেতে সময় লাগে না। তবে এক নম্বরে উঠে আসতে পেরে আমরা খুশি,’’ অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে বলেন ল্যাঙ্গার। তিনি আরও বলেছেন, ‘‘আমরা দল হিসেবে যে জায়গায় আসতে চাই, সেখানে পৌঁছতে গেলে এখনও অনেক কাজ বাকি। তবে আশা করি গত কয়েক বছরে আমরা ভালই পারফর্ম করেছি। শুধু মাঠের মধ্যেই নয়, মাঠের বাইরেও।’’

তবে তাঁদের সামনে সব চেয়ে বড় পরীক্ষা কী, সেটাও পরিষ্কার করে দিয়েছেন তিনি। ‘‘অবশ্যই আমাদের লক্ষ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভাল ফল করা। তবে তার পাশাপাশি ভারতকে ওদের দেশে হারাতে হবে। অস্ট্রেলিয়াতেও ওদের হারাতে হবে আমাদের। একটা সেরা দলকে হারালে তবেই নিজেদের সেরা বলা যায়। আমাদের সামনে বেশ কয়েকটা কঠিন দলকে হারানোর চ্যালেঞ্জ অপেক্ষা করছে।’’ ল্যাঙ্গার আরও বলেছেন, ‘‘এক নম্বরে উঠে আসাটা দারুণ ব্যাপার। তবে শীর্ষস্থানে উঠে আসলে সবাই সেই দলকে হারাতে চায়। আমরা এত দিন যেটা চাইতাম। এখন আমরা সেই জায়গায় পৌঁছে গিয়েছি। তাই আমাদের নিজেদের আরও উন্নত করে তুলতে হবে।’’ পাশাপাশি ল্যাঙ্গারের আশা সীমিত ওভারের দল অ্যারন ফিঞ্চের নেতৃত্বে অবশ্যই বিশ্বকাপে জিতবে।

Advertisement

আরও পড়ুন: টেস্টে এক নম্বর জায়গা হারাল বিরাটের ভারত, নেমে গেল তিন নম্বরে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement