Adrian Karmakar

১০ মিটার এয়ার রাইফেলে রাজ্য চ্যাম্পিয়ন অলিম্পিয়ান জয়দীপের ছেলে আদ্রিয়ান

রাজ্য শুটিংয়ে চ্যাম্পিয়ন হলেন আদ্রিয়ান কর্মকার। শুক্রবার আসানসোলে ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছেন অলিম্পিয়ান জয়দীপ কর্মকারের ছেলে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২৪ ২২:১৫
Share:

আদ্রিয়ান কর্মকার। ছবি: ফেসবুক।

রাজ্য শুটিংয়ে চ্যাম্পিয়ন হলেন আদ্রিয়ান কর্মকার। শুক্রবার আসানসোলে ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছেন অলিম্পিয়ান জয়দীপ কর্মকারের ছেলে। এ দিন জয়দীপ নিজেই সে খবর জানিয়েছেন।

Advertisement

১০ মিটার এয়ার রাইফেল আদ্রিয়ানের পছন্দের ইভেন্ট নয়। কিন্তু ফাইনালে লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। আন্তর্জাতিক মঞ্চে পদকজয়ী অভিনব শয়ের সঙ্গে জোর লড়াই হয় আদ্রিয়ানের। শেষ শট পর্যন্ত লড়াই চলে। শেষ পর্যন্ত সোনা জেতেন আদ্রিয়ান। ইভেন্টের শুরুতে সপ্তম স্থানে ছিলেন তিনি। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে সোনা জেতেন।

পদকজয়ীদের শুভেচ্ছা জানিয়েছেন জয়দীপ। আট বছর বয়স থেকে শুটিং শুরু করেন আদ্রিয়ান। শিখছেন বাবার অ্যাকাডেমিতেই। ১০ বছর বয়সে তরুণতম শুটার হিসাবে সিনিয়র ন্যাশনালের যোগ্যতা অর্জন করেছিলেন। প্রথম দিকে শুটিংয়ে আগ্রহ না থাকলেও ধীরে ধীরে জড়িয়ে পড়েন। তবে আগেও জানিয়েছেন, বাবা কখনওই তাঁকে শুটিং বেছে নেওয়ার জন্য জোর করেননি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement