Johnny Acosta

অনুশীলন শুরু জনির

গত মরসুমে লাল-হলুদ রক্ষণের প্রধান ভরসা ছিলেন জনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২০ ০৪:০৫
Share:

প্রস্তুতি: ইস্টবেঙ্গলের অনুশীলনে আকোস্তা। বৃহস্পতিবার। নিজস্ব চিত্র

আই লিগে রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে ম্যাচের প্রস্তুতিতে নেমে পড়লেন জনি আকোস্তা। কিন্তু ইস্টবেঙ্গলে কোস্টা রিকার বিশ্বকাপার কার জায়গায় খেলবেন, তা নিয়ে ধোঁয়াশা অব্যাহত।

Advertisement

গত মরসুমে লাল-হলুদ রক্ষণের প্রধান ভরসা ছিলেন জনি। আশ্চর্যজনক ভাবে এ বার তাঁকে বাতিল করে দেন আলেসান্দ্রো মেনেন্দেস গার্সিয়া। তিনি দায়িত্ব ছাড়ার পরে বিশ্বকাপারকে ফিরিয়ে আনেন ক্লাব কর্তারা। লাল-হলুদ সমর্থকদের দাবি ছিল, মার্কোস খিমেনেস দে লা এসপারা মার্তিনের পরিবর্তে জনিকে সই করানোর। কিন্তু কোচ মারিয়ো রিভেরার তাতে সায় ছিল না। দীর্ঘ মেয়াদি চুক্তি থাকায় খাইমে সান্তোস কোলাদোকে ছাড়ার পরিকল্পনাও ভেস্তে যায়। পরিস্থিতি নাটকীয় ভাবে বদলে যায় কোচের সঙ্গে আনসুমানা ক্রোমা বিবাদে জড়িয়ে পড়ায়। এই কারণেই কলকাতা প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতার দল থেকে বাদ পড়ার সম্ভাবনা বেশি। তবে কেউ কেউ এখনও মার্কোসকে ছেঁটে ফেলার পক্ষে। আজ, শুক্রবারই স্পষ্ট হয়ে যাবে কার জায়গায় সই করছেন জনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement