ছবি সৌজন্যে টুইটার।
৩৭ বলে অপরাজিত ৫৩ রান, ১টি উইকেট। সৌরভ গঙ্গোপাধ্যায়ের দুর্দান্ত পারফরম্যান্সও জেতাতে পারল না তাঁর দলকে। জয় শাহ একাদশের কাছে ২৮ রানে হারল সৌরভ গঙ্গোপাধ্যায় একাদশ।
বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভার আগে বুধবার দুই দল মুখোমুখি হয় প্রীতি ম্যাচে। আমদাবাদের মোতেরা স্টেডিয়ামে প্রথমে জয় শাহ একাদশ নির্ধারিত ১২ ওভারে ৩ উইকেটে ১২৮ রান তোলে। জবাবে সৌরভ গঙ্গোপাধ্যায় একাদশ ১২ ওভারে ৪ উইকেটে ১০০ রানের বেশি করতে পারেনি।
সচিব জয় শাহর দলের হয়ে ভাল রান পান জয়দেব শাহ ও মহম্মদ আজহারউদ্দিন। জয়দেব ৩৮ রান করেন। হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ও ভারতের প্রাক্তন অধিনায়ক আজহার ৩৭ রান করেন। জয় শাহ নিজে অবশ্য সফল হননি। তিনি ৬ বলে ২ রান করেন। তাঁর উইকেটটি নেন সৌরভ।
আরও পড়ুন: কোহালির তীব্র সমালোচনা, বৈষম্যের মারাত্মক অভিযোগ তুললেন গাওস্কর
জবাবে বোর্ড সভাপতি সৌরভের দল ১২ ওভারে ৪ উইকেটে ১০০ রান তোলে। সৌরভের ঝোড়ো ইনিংস কাজে লাগেনি। জয় শাহ ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে ২ উইকেট তুলে নেন। জয়দেব ১টি উইকেট নেন। তিনি আরও একটি উইকেট নিতে পারতেন। কিন্তু তাঁর বলে সৌরভের ক্যাচ পড়ে যায়।
আরও পড়ুন: টি-টোয়েন্টিতে রাহুল ৩, কোহালি ৭ নম্বরে