অদ্ভুত অ্যাকশন, তাই ভয়ঙ্কর বুমরা

মুম্বই ইন্ডিয়ান্স দলের বোলিং কোচ জ়াহির। গত বছর বুমরার সঙ্গে অনেকটা সময় কাটিয়েছেন। তরুণ পেসারের ভাবমূর্তি তাঁর প্রচণ্ড পছন্দের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৯ ০৫:১৩
Share:

মুগ্ধ: বুমরা ও রাবাডাকে নিয়ে উচ্ছ্বসিত জাহির খান। ফাইল চিত্র

ভারতীয় ক্রিকেট মানচিত্রে ‘বিশেষ প্রতিভা’ হিসেবে পরিচিত যশপ্রীত বুমরা। প্রাক্তন ভারতীয় পেসার জ়াহির খানও একমত। কিন্তু কেন বুমরা বিশেষ প্রতিভা হয়ে উঠেছেন, তার ব্যাখ্যা করে গেলেন জ়াহির। জানিয়ে দিলেন, ‘অদ্ভুত অ্যাকশন’-এর জন্যই বুমরা এত ভয়ঙ্কর।

Advertisement

সোমবার সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে জ়াহির বলেছেন, ‘‘অদ্ভুত অ্যাকশনের জন্যই সুবিধা পায় বুমরা। ক্রিকেটবিশ্বের কাছে তাই এত ভয়ঙ্কর। তবুও বুমরা শিখতে পছন্দ করে। নিজেকে অন্য মাত্রায় নিয়ে যাওয়ার বাড়তি তাগিদ ওর মধ্যে লক্ষ্য করেছি। এখনও ফিটনেস বাড়ানোর জন্য বেশি করে ট্রেনিং করে। সেই সঙ্গে বোলিংয়ে আরও ধার বাড়ানোর কাজ করছে ও।’’

মুম্বই ইন্ডিয়ান্স দলের বোলিং কোচ জ়াহির। গত বছর বুমরার সঙ্গে অনেকটা সময় কাটিয়েছেন। তরুণ পেসারের ভাবমূর্তি তাঁর প্রচণ্ড পছন্দের। বলছিলেন, ‘‘আন্তর্জাতিক ক্রিকেটে কোন মানসিকতা নিয়ে বল করা উচিত, তা বুমরা দেখিয়ে গিয়েছে। আশা করি, এ ভাবেই সাফল্য পেতে থাকবে ও।’’

Advertisement

দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডার প্রশংসাও করে গেলেন ‘জ়্যাক’। তাঁর কথায়, ‘‘৩৭ টেস্টে ইতিমধ্যে ১৭৬ উইকেট নিয়ে ফেলেছে রাবাডা। দক্ষিণ আফ্রিকার টেস্ট দলকে ওর জন্য ভয় পায় ক্রিকেটবিশ্ব। তবে ভারতীয় পরিবেশে ও কতটা সফল হয় সেটাই দেখার।’’ জ়াহির আরও বলেন, ‘‘ভারতীয় পরিবেশে নতুন বল সে রকম নড়াচড়া করে না। কিন্তু বল কিছুটা পুরনো হলেই রিভার্স সুইং করে। সেই পরিস্থিতির সঙ্গে রাবাডা যত দ্রুত মানিয়ে নেবে, ততই ভয়ঙ্কর হয়ে উঠবে। ভারতীয় পরিবেশে রাবাডা কী রকম বল করে তা দেখার জন্য মুখিয়ে রয়েছি।’’

২০১১ বিশ্বকাপজয়ী দলের পেসার এখন থেকেই টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ভাবতে নারাজ। এখনও এক বছর সময় রয়েছে। তার মধ্যে দল গড়ে তোলার যথেষ্ট সময় পাবে ভারত। কিন্তু কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চহাল বাদ পড়ায় কাদের নিয়ে টি-টোয়েন্টি দল গড়া হবে? জ়াহিরের উত্তর, ‘‘দল নির্বাচন নিয়ে আমি মন্তব্য করতে চাই না। দল নির্বাচনে স্বচ্ছতা বরাবরই দেখা গিয়েছে। শুধু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। বিশ্বাস রাখতে হবে প্রত্যেকের উপরে। বিশ্বকাপের আগে কোনও পরিবর্তন বা পরীক্ষা-নিরীক্ষা করা হলে তাতেও বিশ্বাস রাখতে হবে। আশা করি, ফল ভালই হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement