Jasprit Bumrah

এশিয়ার প্রথম বোলার হিসেবে বুমরার অনন্য রেকর্ড

বুমরার ইন ডিপারের সামনে দাঁড়াতেই পারেননি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা।

Advertisement

সংবাদ সংস্থা

অ্যান্টিগা শেষ আপডেট: ২৬ অগস্ট ২০১৯ ২০:৫০
Share:

বুমরা ধাঁধার সমাধান করতে পারেননি ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যানরা।

অবিশ্বাস্য রেকর্ড ভারতের পেসার যশপ্রীত বুমরার। এশিয়ার প্রথম বোলার হিসেবে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে পাঁচটি উইকেট নেন এই পেসার।

Advertisement

ক্যারিবিয়ানদের বিরুদ্ধে বুমরা সাত রান দিয়ে পাঁচ-পাঁচটি উইকেট দখল করেন। তাঁর বোলিং গড় ৮-৪-৭-৫। আর এই বোলিংয়ের ফলে আরও একটি রেকর্ড গড়ে ফেলেন বুমরা। টেস্ট ক্রিকেটে ভারতের কোনও বোলার এত কম রান খরচ করে পাঁচ উইকেট নিতে পারেননি। বুমরার ইন ডিপারের সামনে দাঁড়াতেই পারেননি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা।

নিজের বোলিং প্রসঙ্গে ভারতের তারকা পেসার বলছেন, ‘‘আমি ইনসুইং ভাল করাই। যত খেলি ততই আত্মবিশ্বাস বাড়ে। ইংল্যান্ডে ডিউক বলে খেলে আমার আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছে। বল হাতে আমি সব সময়ে নতুন কিছু করার চেষ্টা করি। বল যখন সুইং হয় না, তখন সিম ব্যবহার করি।’’

Advertisement

আরও পড়ুন: তৈরি হল একাধিক রেকর্ড, ৬০ পয়েন্ট নিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপ শুরু করল ভারত

আরও পড়ুন: সবাইকেই অবসর নিতে হয়, ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিক ধোনিও, বললেন সৌরভ

বুমরা, ইশান্ত শর্মা ও মহম্মদ শামির দৌরাত্মে ভেঙে পড়ে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস। ৪১৯ রান তাড়া করতে নেমে ভারতীয় বোলারদের দাপটে মাত্র ১০০ রানে ভেঙে পড়ে ক্যারিবিয়ানদের দ্বিতীয় ইনিংস। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বুমরা বলেন, ‘‘বল করার সময়ে হাওয়ার গতিকে আমরা কাজে লাগিয়েছি। এর পিছনে রয়েছে কঠিন অনুশীলন। বোলিং ইউনিট হিসেবে আমরা যে চাপ তৈরি করতে পেরেছি, সেটা ভেবেই ভাল লাগছে।’’

বুমরা ধাঁধার সমাধান করতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement