shardul thakur

Shardul Thakur: ছাপার অযোগ্য ভাষায় বুমরাকে গালিগালাজ করেছিলেন অ্যান্ডারসন, জানালেন শার্দূল

যশপ্রীত বুমরাকে ছাপার অযোগ্য ভাষায় গালিগালাজ করেছিলেন জেমস অ্যান্ডারসন। সেই আক্রমণ সহ্য করতে পারেননি ভারতীয় ক্রিকেটাররা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২১ ১৯:০২
Share:

বুমরার সঙ্গে অ্যান্ডারসনের ঝামেলা ফাইল ছবি

যশপ্রীত বুমরাকে ছাপার অযোগ্য ভাষায় গালিগালাজ করেছিলেন জেমস অ্যান্ডারসন। সেই আক্রমণ সহ্য করতে পারেননি ভারতীয় ক্রিকেটাররা। ওই ঘটনাই অনুপ্রেরণা জুগিয়েছিল ভারতীয় দলকে। এক সাক্ষাৎকারে সম্প্রতি এই কথা জানিয়েছেন শার্দূল ঠাকুর।

Advertisement

ম্যাঞ্চেস্টার টেস্ট বাতিল হয়ে যাওয়ায় নির্দিষ্ট সময়ের আগেই ভারত বনাম ইংল্যান্ড সিরিজ শেষ হয়ে গিয়েছে। তবে তার আগে চারটি টেস্টে দুরন্ত ক্রিকেট উপহার দিয়েছেন দুই দলের ক্রিকেটাররাই। লর্ডস টেস্ট থেকে বুমরা বনাম অ্যান্ডারসনের লড়াই হয়ে উঠেছিল উপভোগ্য বিষয়। গোটা সিরিজে তার প্রভাব পড়েছে।

সেই ঘটনা প্রসঙ্গে শার্দূল বলেছেন, “আমরা অ্যান্ডারসনকে আক্রমণ করতে চাইছিলাম। লর্ডস টেস্টে কিছু একটা হয়েছিল যার রেশ টেনে নিয়ে যাওয়া হয়েছিল ওভাল টেস্টেও। পরে আমি জানতে পারি, অ্যান্ডারসন এমন কিছু একটা বলেছিল কোহলীকে যেটা ওর বলা উচিত হয়নি। জনসমক্ষে সেই কথা বলা যাবে না। ওই ঘটনার পরেই গোটা দল অনুপ্রাণিত হয়ে যায়।”

Advertisement

ভারতীয় বোলারদের অতিরিক্ত বাউন্সার দেওয়া নিয়ে অনুযোগ করেছিলেন অ্যান্ডারসন। পাল্টা শার্দূল বলেছেন, “আমরা বিদেশে গেলেও টেলএন্ডারদের উদ্দেশে এ ভাবেই বাউন্সার দেওয়া হয়। অস্ট্রেলিয়ায় নটরাজনকে একের পর এক বাউন্সার দিয়েছিল মিচেল স্টার্ক এবং প্যাট কামিন্স। ওরা জানত যে ছেলেটা প্রথম শ্রেণির ক্রিকেটেও সে ভাবে ব্যাট করেনি। তাই এখন আমাদের সামনে বিপক্ষে টেলএন্ডাররা এলে কেন বাউন্সার দেব না?”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement