Mohammed Amir

কোহলী, রোহিত কাউকেই বল করতে বিশেষ বেগ পেতে হয়নি আমিরকে

২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত, কোহলী এবং শিখর ধওয়নের উইকেট নিয়ে ভারতকে বড় ধাক্কা দিয়েছিলেন আমির।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২১ মে ২০২১ ১৩:৩০
Share:

গত বছর হঠাৎ অবসর নেন আমির। —ফাইল চিত্র

মহম্মদ আমির মনে করেন বিরাট কোহলীর থেকে রোহিত শর্মাকে বল করা অনেক সোজা। প্রাক্তন পাকিস্তানি পেসারের মতে রোহিত বা কোহলী, কাউকেই বল করতে খুব অসুবিধা হতো না। তবে চাপের মুখে কোহলী ভাল ব্যাট করেন বলে, ব্যাটসম্যান হিসেবে তাঁকে এগিয়ে রাখছেন আমির।

Advertisement

২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত, কোহলী এবং শিখর ধওয়নের উইকেট নিয়ে ভারতকে বড় ধাক্কা দিয়েছিলেন আমির। সেই ধাক্কা সামলাতে না পেরে ফাইনালে হেরে যান কোহলীরা। আমির বলেন, “ওদের ২ জনের কাউকেই বল করতে অসুবিধা হয়নি। রোহিতকে বল করা বরং অনেক সোজা। আমার মনে হয় ওকে যে কোনও দিকেই আউট করা সম্ভব। বাঁহাতিদের ইনসুইং ওকে সমস্যায় ফেলে আবার যে বল বাইরের দিকে যাচ্ছে তাতেও সমস্যা হয় রোহিতের। কোহলীকে বল করা বরং কঠিন। চাপের মুখে ও ভাল খেলে। তবে ওদের ২ জনের কাউকেই বল করতে বিশেষ বেগ পেতে হয়নি।”

গত বছর হঠাৎ অবসর নেন আমির। অবসরের কারণ হিসেবে পাক পেসার বলেছিলেন, তাঁর ওপর মানসিক ভাবে চাপ সৃষ্টি করা হতো। পাকিস্তানের হয়ে ৩৬টি টেস্ট খেলেছিলেন আমির। নিয়েছিলেন ১১৯টি উইকেট। ৬১টি একদিনের ম্যাচে তাঁর সংগ্রহ ৮১টি উইকেট। খেলেছিলেন ৫০টি টি২০ ম্যাচও। এই ধরনের ক্রিকেটে তাঁর সংগ্রহ ৫৯টি উইকেট।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement