Trent Boult

নিভৃতবাসে হোটেলেই অনুশীলন, কোহলী, রোহিতদের উইকেট পেতে মরিয়া ট্রেন্ট বোল্ট

নিয়মিত বোলিং করছেন বোল্ট। তাঁর সঙ্গে আছেন একজন সহকারী প্রশিক্ষকও।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ মে ২০২১ ০৯:৩৮
Share:

আইপিএল বন্ধ হওয়ায় মলদ্বীপ হয়ে নিউজিল্যান্ডে ফিরে গিয়েছিলেন ট্রেন্ট বোল্ট। ছবি: টুইটার থেকে

করোনার প্রকোপে ভারতে আইপিএল বন্ধ হওয়ায় মলদ্বীপ হয়ে নিউজিল্যান্ডে ফিরে গিয়েছিলেন ট্রেন্ট বোল্ট। সেই কারণে নিভৃতবাসে রয়েছেন তিনি। তবে বিরাট কোহলী, রোহিত শর্মাদের উইকেট পেতে হোটেলের মধ্যে অনুশীলন করে চলেছেন কিউয়ি জোরে বোলার। ইংল্যান্ডের বিরুদ্ধে দুটি টেস্ট ম্যাচে খেলতে না পারলেও ভারতের বিরুদ্ধে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দলে ফিরবেন বোল্ট।

Advertisement

নিউজিল্যান্ডের বোলিং কোচ শেন জুরগেনসেন জানিয়েছেন, বোল্টের সঙ্গে আছেন একজন সহকারী প্রশিক্ষকও। নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী বোলিং অনুশীলন চালাচ্ছেন বোল্ট। ২২ মে তাঁর নিভৃতবাস শেষ হবে।

কিউয়ি বোলিং কোচ বলেন, ‘‘বারবার নিভৃতবাসে যাওয়া, সেখান থেকে ফেরত এসে খেলা একেবারেই সহজ নয়। তবে নিভৃতবাস শেষ হলে বোল্ট এক সপ্তাহ নেটে বল করার সুযোগ পাবে নিজেকে তৈরি করে নেওয়ার জন্য।’’ তিনি আরও বলেন, ‘‘টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য আমাদের নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। সেই অনুযায়ী প্রত্যেক বোলার অনুশীলন করছে। বোল্টও তার ব্যতিক্রম নয়।’’

Advertisement

আইপিএল বন্ধ হওয়ার পর মলদ্বীপ থেকে সোজা ইংল্যান্ডে চলে যান কেন উইলিয়ামসনরা। পরিবারের সঙ্গে কিছুদিন সময় কাটাতে দেশে ফেরেন বোল্ট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement