Ravichandran Ashwin

সীমিত ওভারের ক্রিকেটে অশ্বিনের ফেরা সম্ভব নয় জানিয়ে দিলেন সুনীল গাওস্কর

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২১ ২০:৩২
Share:

ফাইল চিত্র

সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলে রবিচন্দ্রন অশ্বিনের ফেরা প্রায় অসম্ভব এমনটাই মনে করেন সুনীল গাওস্কর। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘আমার মনে হয় এই মুহূর্তে সীমিত ওভারের ক্রিকেটে অশ্বিনের ফেরা সম্ভব নয়। সাত নম্বরে হার্দিক পাণ্ড্যর মতো অল রাউন্ডার আছে। দলে রবীন্দ্র জাডেজাও আছেন।’’

Advertisement

তবে টেস্ট ক্রিকেটে আরও ছয় বছর খেলতে পারেন অশ্বিন। এমনটাই মনে করেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান। তিনি বলেন, ‘‘সীমিত ওভারের ক্রিকেটে খেলতে না পারলেও আরও বছর ছয়েক টেস্ট ক্রিকেট খেলতে পারবেন অশ্বিন।’’

শেষবার এই অফস্পিনার ২০১৭ সালের জুলাই মাসে সীমিত ওভারের ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন। অশ্বিন ১১১ টি ওয়ান ডে তে ১৫০ টি উইকেট পেয়েছেন। ৪৬ টি টি ২০ তে ৫২ উইকেট রয়েছে তাঁর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement