আবারও জ্বলে উঠলেন রয় কৃষ্ণ
রয় কৃষ্ণ ও মার্সেলিনহো গোলে নওসাদ মুসার বেঙ্গালুরু এফসিকে হারিয়ে আইএসএলের প্লে অফে যাওয়া প্রায় পাকা করল এটিকে মোহনবাগান। প্রথম থেকেই আক্রমণের ঝড় তোলে সবুজ মেরুন ব্রিগেড। একের পর এক আক্রমণ তুলে আনতে থাকে বেঙ্গালুরু বক্সে। মাঝেমাঝে বেঙ্গালুরু আক্রমণে এলেও তাতে তেমন ঝাঁজ লক্ষ্য করা যায়নি। ৭ মিনিটেই তিন জন ডিফেন্ডারকে কাটিয়ে শট করেন মার্সেলিনহো। গুরপ্রিতের হাতে যায় সেই বল। ১৮ মিনিটে প্রথমবার সুযোগ তৈরি করেন রয় কৃষ্ণ। তাঁর শট গুরপ্রিতের বুকে লেগে বেরিয়ে এলেও গোল হয়নি। ৩৬ মিনিটে পেনাল্টি পায় এটিকে মোহনবাগান। প্রতীক চৌধুরি রয় কৃষ্ণকে বক্সের মধ্যে ফেলে দেওয়ায়। সেখান থেকে গুরপ্রিতকে বোকা বানিয়ে গোল করে যান রয়। হলুদ কার্ড দেখায় পরের ম্যাচে নেই প্রতীক।
প্রথমার্ধের শেষ দিকে মার্সেলিনহোর অসাধারণ ফ্রিকিক থেকে ব্যবধান বাড়ায় হাবাসের ছেলেরা। গুরপ্রিতের কিছু করার ছিল না। কার্ল ম্যাকহিউকে বক্সের বাইরে ফাউল করায় ফ্রিকিক পায় সবুজ মেরুন।
দ্বিতীয়ার্ধে গোলসংখ্যা বাড়ানোর চেষ্টা করলেও সফল হননি এটিকে মোহনবাগান ফুটবলাররা। ব্যবধান কমানোর চেষ্টা করলেও সফল হননি সুনীলরা। তবে গোটা ম্যাচেই বেঙ্গালুরু ডিফেন্সকে খুবই সাধারণ দেখিয়েছে। খুব সহজেই বারবার আক্রমণ করে গেছেন মনভীর, রয় কৃষ্ণ, মার্সেলিনহোরা । ৮৮ মিনিটে বক্সের বাইরে থেকে সুনীলের শট সেভ করেন অরিন্দম ভট্টাচার্য। ১৬ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকল এটিকে মোহনবাগান।