জেরি-বিনীতের জুটি ওড়িশাকে দিল জয়

সোমবার ঘরের মাঠ ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে  ৩৭ মিনিটে গোল করে ওড়িশাকে এগিয়ে দেন জেরি মাহুউইমিংথাঙ্গা। ৪১ মিনিটে গোল করেন বিনীত রাই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২০ ০৪:৪১
Share:

উল্লাস: গোলের পরে উচ্ছ্বাস জেরির (বাঁ দিকে)। সোমবার। আইএসএল

ওড়িশা এফসি শিবিরে উৎসবের রাতে অন্ধকার চেন্নাইয়িন এফসিতে।

Advertisement

সোমবার ঘরের মাঠ ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ৩৭ মিনিটে গোল করে ওড়িশাকে এগিয়ে দেন জেরি মাহুউইমিংথাঙ্গা। ৪১ মিনিটে গোল করেন বিনীত রাই। প্রথমার্ধে ০-২ পিছিয়ে পড়ার ধাক্কা সামলে আর ঘুরে দাঁড়াতে পারেনি আইএসএলে দু’বারের চ্যাম্পিয়ন চেন্নাইয়িন।

খেতাবি দৌড়ে টিকে থাকতে হলে চেন্নাইয়িনের বিরুদ্ধে সোমবার জিততেই হত ওড়িশাকে। যদিও শুরুর দিকে অবশ্য দু’দলই সতর্ক ছিল। ২০ মিনিটে প্রথম গোল করার সুযোগ পায় ওড়িশা। কিন্তু মার্কোস তেবারের ফ্রি-কিক লক্ষ্যভ্রষ্ট হয়। এক মিনিট পরেই পেনাল্টি পায় চেন্নাইয়িন। যদিও আশ্চর্যজনক ভাবে নেরিউচ ভাল্সকিস ক্রসবারের উপর দিয়ে উড়িয়ে দেন। অবশেষে জেরির গোলে স্বস্তি ফেরে ওড়িশা শিবিরে।

Advertisement

চেন্নাইয়িনের বিরুদ্ধে দুরন্ত জয়ের পরে ১১ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে জামশেদপুর এফসিকে টপকে লিগ টেবলের পঞ্চম স্থানে উঠে এল ওড়িশা। এক ম্যাচ কম খেলে ৯ পয়েন্ট নিয়ে নবম স্থানে বলিউড তারকা অভিষেক বচ্চনের দল চেন্নাইয়িন এফসি। লিগ টেবলের শীর্ষ স্থানে থাকা এটিকের ১১ ম্যাচে ২১ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা এফসি গোয়ারও ১১ ম্যাচে ২১ পয়েন্ট। কিন্তু গোল পার্থক্যে ফেরান কোরোমিনাসেরা নেমে এসেছেন দ্বিতীয় স্থানে। সমসংখ্যক ম্যাচ খেলে ১৯ পয়েন্ট নিয়ে তিনে সুনীল ছেত্রীদের

বেঙ্গালুরু এফসি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement