ISL 2020

আইএসএলে সপ্তম ম্যাচে দ্বিতীয় পয়েন্ট পেল ওডিশা এফসি

২২ মিনিটে দিয়েগো মরিসিয়োর গোলে ওডিশা এগিয়ে যায়। প্রথমার্ধের একেবারে শেষদিকে গোল শোধ করে নর্থইস্ট। গোল করেন বেঞ্জামিন ল্যামবট।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২০ ২২:৩৭
Share:

বল দখলের লড়াইয়ে দুই দল। ছবি টুইটার

আইএসএলে দ্বিতীয় পয়েন্টের মুখ দেখল ওডিশা এফসি। মঙ্গলবার নর্থইস্ট ইউনাইটেডের সঙ্গে তাদের ম্যাচ ২-২ ড্র হয়।

Advertisement

২২ মিনিটে দিয়েগো মরিসিয়োর গোলে ও়ডিশা এগিয়ে যায়। প্রথমার্ধের একেবারে শেষদিকে গোল শোধ করে নর্থইস্ট। গোল করেন বেঞ্জামিন ল্যামবট। দ্বিতীয়ার্ধে এগিয়ে যায় নর্থইস্ট। তাদের হয়ে পেনাল্টি থেকে গোল করেন কোয়েসি আপিয়া। এর ২ মিনিটের মধ্যে গোল শোধ করে দেয় ওডিশা। তাদের গোলটি করেন কোল আলেকজান্ডার।

মোট ৭টি ম্যাচ খেলে ২ পয়েন্ট হল ওডিশা এফসির। নর্থইস্ট ইউনাইটেডের ৮ ম্যাচে ১১ পয়েন্ট। তারা চতুর্থ স্থানে রয়েছে।

Advertisement

আরও পড়ুন: কোভিডের মোকাবিলায় অলিম্পিক্সে বরাদ্দ ৯০ কোটি ডলার

আরও পড়ুন: নিয়মরক্ষার ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে মুখরক্ষা পাকিস্তানের

আবার নতুন বছরে নামছে দুই দল। ৩ জানুয়ারি এসসি ইস্টবেঙ্গলের সামনে ওডিশা এফসি। সেদিনই দ্বিতীয় ম্যাচে এটিকে মোহনবাগানের মুখোমুখি হবে নর্থইস্ট ইউনাইটেড।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement