ছবি টুইটার
নিজের কোনও দোষ দেখছেন না। সেই ফুটবলারদের ঘাড়েই দোষ চাপিয়ে দিলেন রবি ফাওলার। আইএসএলের শেষ ম্যাচে ওডিশা এফসির কাছে আধ ডজন গোল খেতে হয়েছে। এই হারের পর হতাশ এসসি ইস্টবেঙ্গলের প্রধান কোচ রবি ফাওলার। ফুটবলারদের ঘাড়ে দোষ চাপাতে গিয়ে এবার ফাওলার খুঁজে পেয়েছেন মনঃসংযোগের অভাবকে।
ফাওলার বলেন, ‘‘আমার মনে হয় আমাদের রক্ষণ খুবই বাজে খেলেছে। মনঃসংযোগের অভাব ছিল। আমাদের এই হারকে মেনে নিতেই হবে। এই লিগে কোনও দলই অপরাজেয় নয়। এটা বারবার প্রমাণ হয়েছে। পাঁচ ম্যাচ আগেও আমরা শেষ চারের লড়াইয়ে ছিলাম। কিন্তু আমাদের মনঃসংযোগের সমস্যা ছিল। প্রথমার্ধে আমরা এক গোলে এগিয়ে ছিলাম। দ্বিতীয়ার্ধে আমরা দুই গোল খেয়ে যাই। সেটাই আমাদের পেছনের দিকে ঠেলে দেয়। এটা মানা খুব কঠিন। ওরা যখনই আক্রমণ করতে উঠছিল মনে হচ্ছিল গোল খেয়ে যাব। এরকম অনেক ম্যাচেই দ্বিতীয়ার্ধে আমাদের শুরুটা খারাপ হয়েছে। তাতে আমাদের ক্ষতি হয়েছে।’’
মোট ১১ দলের লিগে নয় নম্বরে থেকে এ মরসুম শেষ করলেও পরের বার ভাল খেলার অঙ্গীকার করলেন ফাওলার। তিনি বলেন, ‘‘সঠিক ফুটবলার নিয়োগ করা দরকার। অনুশীলনে বেশি সময় পেলে ফুটবলারদের বোঝাতে অনেকটা সুবিধা হয়। ফুটবলাররাও বুঝতে পারে আমরা তাদের থেকে কী চাইছি। আমরা তৈরি হওয়ার জন্য সময় সেভাবে পাইনি। আমরা যেভাবে খেলতে চেয়েছিলাম সেটাও হয়নি। ফিটনেসও কিছুটা কম ছিল ফুটবলারদের।’’