isl

রুদ্ধশ্বাস ম্যাচে কেরলকে হারিয়েও মন ভাল নেই র‍য় কৃষ্ণর

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২১ ২১:২৫
Share:

গোল করে উল্লাস রয় কৃষ্ণর ছবি— টুইটার।

নিজের দুটি গোল আর তার জেরেই দুগোলে পিছিয়ে থেকেও ৩-২ গোলে জয়। নিজের করা দুটো গোল তৃপ্তি দিলেও দেশের জন্য মন খারাপ রয় কৃষ্ণর। কেরল বধের পরদিনই এটিকে মোহনবাগানের মিডিয়া টিমের মুখোমুখি হয়ে রবিবারের ম্যাচের নায়ক রয় কৃষ্ণ বলেন, ‘‘ফিজিতে ভয়ঙ্কর বন্যা ও সাইক্লোন হয়েছে। বহু মানুষ ঘর ছাড়া। আমি রবিবার রাতে তাঁদের কথাই ভাবছিলাম, যাঁরা হয়ত এই ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আতঙ্কে রাত কাটাচ্ছেন। আমি আমার ম্যাচের সেরার পুরস্কার অর্থ দুর্গতদের হাতে তুলে দিতে চাই। আমি মনে রেখেছি সেই সকল সবুজ মেরুন সমর্থককে, যাঁরা আমার পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন ভাবে।’’

Advertisement

রবিবারের ম্যাচ এই মরসুমের সেরা বলেই মনে করেন এটিকে মোহনবাগান গোলমেশিন। তিনি বলেন, ‘‘ভারতে ফেরার পর আমার মনে হয় সেরা ম্যাচ খেললাম। সবসময়ই কেরল আমাদের বিরুদ্ধে ভাল খেলে। কেরল খুব গোছানো একটা দল। দু গোলে পিছিয়ে থেকেও ফিরে এসে জয়। এটা সত্যি একটা দারুণ অনুভুতি। এ মরসুমে দুবারই কেরলকে হারাতে পারলাম এটা আমাদের কাছে খুব বড় ব্যাপার।’’

কেরলের প্রথম গোলটাই ম্যাচের টার্নিং পয়েন্ট বলে মনে করেন রয়। তিনি বলেন, ‘‘আমার মনে হয় প্রথম গোলটাই এই ম্যাচের টার্নিং পয়েন্ট। তবে ওদের দ্বিতীয় গোলটা ফাউল ছিল। দু গোলে পিছিয়ে থেকেও ভাবিনি আমরা হারতে পারি। আমরা কিছুতেই পরপর দুটি ম্যাচ হারতে চাইছিলাম না। শেষ মিনিট অবধি লড়াই করার সংকল্প নিয়েছিলাম। এভাবে যদি আমরা খেলতে পারি, তবে শীর্ষে থেকেই লিগ শেষ করতে পারব।’’

Advertisement

রবিবারের ম্যাচে খুব চাপে ছিল তাঁর দল, এমনটা মেনেই নিলেন রয়। তিনি বলেন, ‘‘আমি গোল পাচ্ছিলাম না। গোলের কাছে এসেও বারবার ফিরে আসতে হচ্ছিল। কেরলের বিরুদ্ধে দুই গোল আমায় তৃপ্তি দিয়েছে। সেই কারণেই গোল করে আমি জার্সি খুলে ফেলেছিলাম। অনেক দিন পর আমি দুটো গোল করতে পেরেছি। ঠিক ভাবে সুযোগ কাজে লাগাতে পারলে হ্যাটট্রিকও করতে পারতাম। সেটা না হলেও দল জেতায় আমি খুশি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement