isl 2021

কলকাতা ডার্বি আর পাঁচটা ম্যাচের মতোই, বলছেন সবুজ-মেরুন কোচ হাবাস

এ বার দেশের ফুটবল মহলের নজর লিগের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২১ ১৪:০৫
Share:

ডার্বিতেও কৃষ্ণই ভরসা হাবাসের। ছবি আইএসএল টুইটার

চাপে পড়লেও ডার্বির আগের ম্যাচে এটিকে মোহনবাগান লড়াকু জয় পেয়েছে। এ বার দেশের ফুটবল মহলের নজর লিগের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচে। তবে এটিকে মোহনবাগানের কোচ আন্তোনিয়ো লোপেজ হাবাস ডার্বি নিয়ে বিশেষ কিছু ভাবতে নারাজ। এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচকে তিনি আর পাঁচটা ম্যাচের মতোই দেখছেন।

Advertisement

রবিবার ফতোরদা স্টেডিয়ামে জামশেদপুর এফসি-কে ১-০ ব্যবধানে হারানোর পরে সাংবাদিক বৈঠকে ডার্বি প্রসঙ্গ উঠলে হাবাস বলেন, “আমাদের মাথা ঠান্ডা রেখে ডার্বিতে খেলতে হবে। লিগ তালিকায় ওদের চেয়ে আমরা অনেক এগিয়ে। ভাল খেলছিও। তা ছাড়া এখানে সমর্থকরা থাকবে না, তাই কোনও চাপও থাকবে না। অন্য সব ম্যাচের মতোই খোলা মনে মাঠে খেলতে পারবে ছেলেরা। ভাল ফুটবল খেলতে চাই আমরা।”

জামশেদপুরকে হারিয়ে ফের লিগ টেবলের শীর্ষে উঠল হাবাসের দল। ৮৫ মিনিটের মাথায় ফিজির তারকা রয় কৃষ্ণর দর্শনীয় গোলে তাঁর দল তিন পয়েন্ট পায়। শেষ দিকের গোলে জয় প্রসঙ্গে হাবাস বলেন, “প্রথম ৪৫ মিনিটে আমরা তেমন ভাল খেলতে পারিনি। আরও আক্রমণাত্মক হওয়া উচিত ছিল আমাদের। কিন্তু বল এত আকাশে ঘোরাফেরা করছিল, ওরা এত লং বল খেলছিল যে সেই সুযোগ পাইনি আমরা। এই ধরনের দলের বিরুদ্ধে খেলাটা খুবই কঠিন। দ্বিতীয়ার্ধে আমরা বেশি বলের দখল রাখার চেষ্টা করি। ফলে আরও বেশি গোল করার চেষ্টা করতে পেরেছি।”

Advertisement

এই জয়ের ফলে মুম্বই সিটি এফসি-কে টপকে ১৭ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে হিরো আইএসএল টেবলের এক নম্বরে উঠে এল হাবাস-বাহিনী। মুম্বই সিটি এফসি-র খাতায় ১৬ ম্যাচে ৩৪। শীর্ষস্থান ফিরে পেতে সোমবার বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে জিততেই হবে সাগরপারের দলকে। ড্র করলেও পিছিয়ে পড়বে তারা। এই ব্যবধানে এগিয়ে থাকাটা উপভোগ করতে চান হাবাস। বলেন, “শীর্ষস্থানে দুই পয়েন্টে এগিয়ে থাকাটা ফুটবলারদের পক্ষে বেশ ভাল। ছেলেদের পারফরম্যান্সে আমি খুবই খুশি। এখন আমাদের ম্যাচ ধরে ধরে এগোতে হবে। পরের তিনটে ম্যাচেই তিন পয়েন্ট পেতে হবে আমাদের।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement