india

ইংল্যান্ডের উইকেটে অস্ট্রেলিয়া ৪৬ রানে শেষ হয়ে গেলে কেউ তো কিছু বলে না: গাওস্কর

আমরা রোহিত শর্মাকে ১৫০ রান করতে দেখেছি, ব্যাট করার সময় বলের কাছে যাচ্ছিল ও। তাই পিচ নিয়ে এই সমালোচনা অনর্থক।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২১ ১৩:১৯
Share:

পিচ নিয়ে অজুহাত দেওয়ার জায়গা নেই জানালেন গাওস্কর ছবি টুইটার

চেন্নাইয়ের পিচ না খেলার মতো নয়, এমনটা সাফ জানিয়ে দিলেন সুনীল গাওস্কর। তৃতীয় দিনের খেলা শুরু হওয়ার আগে সম্প্রচারকারী চ্যানেলে গাওস্কর বলেন, ‘‘আমরা রোহিত শর্মাকে ১৫০ রান করতে দেখেছি, ব্যাট করার সময় বলের কাছে যাচ্ছিল ও। তাই পিচ নিয়ে এই সমালোচনা অনর্থক।’’

Advertisement

ইংল্যান্ডের পিচের উদাহরণ টেনে এনে তিনি বলেন, ‘‘ইংল্যান্ডে বল সিম করে, অস্ট্রেলিয়াকে আমরা ৪৬ রানে অলআউট হতে দেখেছি। এসব নিয়ে কেউ কিছুই বলে না। সব দোষ শুধুই ভারতের বেলায়। বল যখনই ঘুরতে শুরু করে তখন থেকেই কথা শুরু হয়ে যায়।’’

এরপর গাওস্কর আরও বলেন, ‘‘এটা খেলার অযোগ্য নয়। বরং ব্যাটসম্যানদের জন্য কঠিন উইকেট। প্রথম টেস্টে যখন ব্যাটসম্যানরা সহজে ব্যাট করছিল, অনেক রান উঠছিল, তখন বলা হচ্ছিল এটা সহজ উইকেট, এবার সামাঞ্জস্য বজায় রাখতেই কঠিন উইকেট তৈরি হয়েছে। এটা নিয়ে অভিযোগ করে লাভ নেই।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement