ISL 2020

সপ্তম ম্যাচেও জয় অধরা, স্টেনম্যানের জোড়া গোলে ড্র ইস্টবেঙ্গলের

সপ্তম ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে সমালোচকদের মুখ বন্ধ করতে চাইবেন ফাওলার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২০ ১৯:৪৬
Share:

গোলের পর উচ্ছ্বাস ইস্টবেঙ্গল। ছবি: সোশ্যাল মিডিয়া

৯০+৫ মিনিট | ফের ড্র ইস্টবেঙ্গলের। ২-২ গোলে শেষ ৯০ মিনিটের যুদ্ধ।

Advertisement

৯০+৩ মিনিট | সুযোগ চেন্নাইয়ানের সামনে। বল গোলে রাখতে ব্যর্থ তারা।

৮৯ মিনিট | গোল মিস করলেন স্কট নেভিল। কর্নার থেকে আসা বল ফাঁকায় পেয়ে গিয়েছিলেন। কিন্তু হেডে করে সেই বল জালে জড়াতে পারলেন না তিনি।

Advertisement

৮৬ মিনিট | চাপ বজায় রাখছে চেন্নাইয়ান। তবে সুযোগ তৈরি করার চেষ্টা করছেন মাঘোমারা। ২ দলই গোলের জন্য ঝাঁপাচ্ছে।

৭৮ মিনিট | রক্ষণভাগের ভুলে সুযোগ এসে গিয়েছিল চেন্নাইয়ানের কাছে বল গোলে রাখতে পারল না।

৭৫ মিনিট | ছাংতের কাছে সুযোগ এসে গিয়েছিল চেন্নাইয়ানকে এগিয়ে দেওয়ার। উইং থেকে উড়ে আসা বলে প্রথম টাচটা ঠিক মতো হয়নি। নইলে বিপদে পড়তে হতো দেবজিতকে।

৬৮ মিনিট | গোল | স্টেনমানের দ্বিতীয় গোল। ফের ম্যাচে ফিরল ইস্টবেঙ্গল। একের পর এক গোল উত্তেজনা বাড়িয়ে দিয়েছে ম্যাচের। ৯ মিনিটের ব্যবধানে ৩ গোল হল ম্যাচে।

৬৩ মিনিট | গোল | ফের এগিয়ে গেল চেন্নাইয়ান। গোল করলেন রাহিম আলি।

৫৯ মিনিট | গোল | স্টেনমান গোল করলেন হেডে। সমতা ফেরাল ইস্টবেঙ্গল।

৫২ মিনিট | ম্যাচের রাশ ধরে রেখেছে চেন্নাইয়ান। কর্নার পেল তারা। তবে গোল হয়নি। বল দখলের লড়াইয়েও এগিয়ে চেন্নাইয়ান।

হাফ টাইম | ১-০ গোলে এগিয়ে চেন্নাইয়ান।

৪৫+১ মিনিট | আরও গোলের সুযোগ পেয়ে গিয়েছিল চেন্নাইয়ান। তবে সফল হতে দিলেন না দেবজিত।

৩৬ মিনিট | ম্যাচের সব থেকে সহজ সুযোগ হারালেন ইস্টবেঙ্গলের মহম্মদ রফিক। ফাঁকা গোল বক্স পেয়েও বল জালে জড়াতে পারলেন না তিনি।

২৯ মিনিট | ফের একবার পেনাল্টি থেকে বঞ্চিত হল লাল-হলুদ? গোলবক্সের মধ্যে মাঘোমাকে ফেলে দিলেন চেন্নাইয়ানের গোলরক্ষক। রেফারি সামনেই ছিলেন। তবে পেনাল্টি দেননি তিনি।

১৭ মিনিট | আরও একবার গোলের সুযোগ এসে গিয়েছিল চেন্নাইয়ানের কাছে। কর্নারের বিনিময় দলকে বাঁচালেন দেবজিত।

১২ মিনিট | গোল | লাল-হলুদের বিপদ ঘটল। গোল করে গেলেন চেন্নাইয়ানের ছাংতে। একক দক্ষতায় পরাস্ত করলেন ইস্টবেঙ্গল রক্ষণকে।

৬ মিনিট | ফ্রি কিক পেল চেন্নাইয়ান। সেখান থেকে যদিও গোলের দরজা খুলতে পারেনি তারা।

১ মিনিট | কিক অফ।

৬ ম্যাচে ২ পয়েন্ট লিগ টেবিলের একদম তোলায় এসসি ইস্টবেঙ্গল। কোচ রবি ফাওলারকে বার বার প্রাক্তনদের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। সপ্তম ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে সমালোচকদের মুখ বন্ধ করতে চাইবেন ফাওলার। কিন্তু সেই পথে বাধা চেন্নাইয়ান এফসি।

শনিবার ফের শুরু হল আইএসএল। ক্রিস্টমাসের ছুটির পর এই ম্যাচে জয় চাইবে ২ দলই। শেষ ম্যাচে গোয়াকে হারিয়ে জয়ের স্মরনিতে ফিরতে পেরেছিল চেন্নাইয়ান। ৬ ম্যাচে তাদের পয়েন্ট ৮। শনিবার জিতলে ৫ নম্বরে উঠে আসার সুযোগ রয়েছে তাদের কাছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement