ISL 2020

স্বপ্নপূরণের খোঁজ নতুন মুম্বই সিটির

মুম্বইয়ের মতো নর্থইস্টও এখনও আইএসএলে চ্যাম্পিয়ন হতে পারেনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২০ ০৪:৪৩
Share:

—নিজস্ব চিত্র।

নিকোলাস আনেলকা থেকে দিয়েগো ফোরলান— বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকাদের নিয়ে দল গড়েও আইএসএলে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন অধরা থেকে গিয়েছে মুম্বই সিটি এফসি-র। এই মরসুমে ছবিটা বদলাতে মরিয়া বলিউড তারকা
রণবীর কপূরের দল।
আজ, শনিবার মুম্বইয়ের প্রতিপক্ষ বলিউডের আর এক তারকা জন আব্রাহামের দল নর্থইস্ট ইউনাইটেড। ম্যাঞ্চেস্টার সিটির সঙ্গে গাঁটছড়া বেঁধে এই মরসুমে নতুন ভাবে দল সাজিয়েছে মুম্বই। গত মরসুমে এফসি গোয়াকে সুপার কাপে চ্যাম্পিয়ন করা কোচ সের্খিয়ো লোবেরাকে নিয়েছে তারা। সঙ্গে একঝাঁক নতুন ফুটবলার। এর মধ্যে অন্যতম বার্তোলোমেউ ওগবেচে। প্যারিস সাঁ জারমাঁর প্রাক্তন স্ট্রাইকার গত মরসুমে কেরল ব্লাস্টার্সের হয়ে আইএসএলে খেলেছেন। আর এক স্ট্রাইকার গ্লেনভিল অ্যাডম জেমস লোনে সিডনি এফসি থেকে যোগ দিয়েছেন মুম্বইয়ে। ৩৩ বছর বয়সি জেমস খেলেছেন বোল্টন ওয়ান্ডারার্স, উইগান অ্যাথলেটিক, কার্ডিফ সিটির মতো ক্লাবেও। মাঝমাঠে উগো বোমোউসের সঙ্গে রয়েছে রউলিন বর্জেস, সৌরভ দাস, রেনিয়ার ফার্নান্ডেজ। দলের দায়িত্ব নিয়েই লোবেরা বলেছিলেন, ‘‘আক্রমণাত্মক ফুটবল খেলা জরুরি। কিন্তু সব চেয়ে গুরুত্বপূর্ণ দলের মধ্যে ভারসাম্য ঠিক রাখা।’’
মুম্বইয়ের মতো নর্থইস্টও এখনও আইএসএলে চ্যাম্পিয়ন হতে পারেনি। লিভারপুলে কোচিংয়ের অভিজ্ঞতাসম্পন্ন জেরার কাসানোভা এ বার দলের দায়িত্বে। আইএসএলে এই মরসুমে নর্থইস্টের প্রধান ভরসা গায়ানা জাতীয় দলের স্ট্রাইকার ইদ্রিসা সায়ল্লা ও পর্তুগালের লুইস মাচাদো।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement